বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

নতুন রঙে এলো রয়েল এনফিল্ড বুলেট ৩৫০

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ২:৪৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এনফিল্ড বুলেট ৩৫০ নতুন ব্যাটেলিয়ন ব্ল্যাক কালারে এসেছে। সংস্থার ওয়েবসাইটে মডেলটির দাম ভারতে ১ লাখ ৭৫ হাজার রুপি। এটি মিলিটারি ব্ল্যাক মডেলটির তুলনায় ১,০০০ রুপি বেশি দামি। নতুন কালার সংযোজনের ফলে এখন এই বাইক মোট পাঁচটি ব্ল্যাক শেডে বেছে নেওয়া যাবে।

নতুন রঙে ও  আকর্ষণীয় ফিচারে এলো রয়েল এনফিল্ডের বিখ্যাত মোটরসাইকেল বুলেট ৩৫০ মডেল। ২০২৪ এডিশনের এই বাইক আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। জানুন এই বাইকের ফিচার ও দাম।

এবারে রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ নতুন ব্যাটেলিয়ন ব্ল্যাক কালারে এসেছে। সংস্থার ওয়েবসাইটে মডেলটির দাম ভারতে ১ লাখ ৭৫ হাজার রুপি। এটি মিলিটারি ব্ল্যাক মডেলটির তুলনায় ১,০০০ রুপি বেশি দামি। নতুন কালার সংযোজনের ফলে এখন এই বাইক মোট পাঁচটি ব্ল্যাক শেডে বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত, বুলেট ৩৫০-এ শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ৩৪৯ সিসি, এয়ার-কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে গতির সঙ্গে তাল মেলাতে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

একটি ডবল ক্র্যাডেল ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেল। এতে এটি ১৯-১৮ ইঞ্চি স্পোক হুইল দেওয়া হয়েছে। আরও আছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে উপস্থিত ডিস্ক-ড্রাম কম্বো অর্থাৎ সামনে ডিস্ক এবং টপ ভ্যারিয়েন্টের পেছনে ডিস্কসহ বাজারে পাওয়া যাচ্ছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৩ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

৩ মডেলের বাইক আনছে রয়্যাল এনফিল্ড

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪
Card image

ইয়ামাহা এফজেডএস ভি-৪.০ বাইক এলো বাজারে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪
Card image

স্পেশাল এডিশনে এলো ইয়ামাহা এমটি-১৫ মডেল

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪
Card image

বাজারে নতুন রেসিং বাইক আনলো টিভিএস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪