বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


খবর

নতুন প্রজন্মের কনসোল উন্মোচন করল নিন্টেন্ডো, বাজারে আসছে ৫ জুন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, দুপুর ১:০০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সুইচ ১ এর কিছু গেম সরাসরি সুইচ ২-তে খেলা যাবে। বাকি গেমগুলো ধীরে ধীরে সুইচ ২-এর জন্য নতুন করে রিমাস্টার বা রিমেক করার পরিকল্পনার কথা প্রতিষ্ঠানটি জানিয়েছে। এর পাশাপাশি নিন্টেন্ডোর অনলাইন সেবার অংশ হিসেবে পুরনো বেশ কিছু নিন্টেন্ডো গেমও এতে খেলার ব্যবস্থা আছে। বরাবরের মতোই ওয়েব ব্রাউজিং, অডিও-ভিডিও চালানো এবং কিছু অ্যাপ এতে ব্যবহার করা যাবে।

প্রায় এক দশক পর নতুন প্রজন্মের কনসোল উন্মোচন করেছে নিন্টেন্ডো, যার নাম ‘সুইচ ২’। ২ এপ্রিল এক অনলাইন ইভেন্টে আনুষ্ঠানিকভাবে কনসোলটি উন্মোচিত হয়েছে। ইভেন্টটিতে সুইচ ২ এর হার্ডওয়্যার, সফটওয়্যার ফিচার, মূল্য ও শুরুতে কী গেম খেলা যাবে-তা জানা গেছে। এটি বাজারে আসছে আগামী ৫ জুন।

হার্ডওয়্যার : সুইচ ২ এর ডিসপ্লে হিসেবে থাকছে ৭.৯ ইঞ্চি আইপিএস প্রযুক্তির এলসিডি প্যানেল। এর রেজল্যুশন ১০৮০পি এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) এবং  ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সমর্থনও এতে থাকবে। এতে ব্যবহৃত হয়েছে এনভিডিয়ার তৈরি প্রসেসর। তবে প্রসেসরের মডেল, জিপিইউ বা র‌্যামের বিষয়ে নিন্টেন্ডো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এতে থাকছে ইউএফএস প্রযুক্তির ২৫৬ জিবি ধারণক্ষমতার স্টোরেজ, গেম রাখার জন্য বাড়তি স্টোরেজ হিসেবে মাইক্রোএসডি এক্সপ্রেস কার্ডও ব্যবহার করা যাবে। ডিজিটাল গেম ডাউনলোডের পাশাপাশি গেম কার্ট্রিজ ব্যবহারের জন্যও স্লট থাকছে। হেডফোন জ্যাক ও দুটি ইউএসবি সি পোর্টও এতে দেওয়া হয়েছে।

ব্যাটারির ধারণক্ষমতা ৫২২০ এমএএইচ, গেমের গ্রাফিকসের মানভেদে দুই থেকে সাড়ে ছয় ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। কনসোলের উভয় পাশে ম্যাগনেটের মাধ্যমে সংযুক্ত থাকছে দুটি জয়কন। এগুলো চাইলে মাউস হিসেবেও ব্যবহার করা যাবে। টিভিতে গেম খেলতে চাইলে কনসোলটির নিজস্ব ডক ব্যবহার করতে হবে। জয়কনের পাশাপাশি নতুন প্রো কনট্রোলারও বাজারে আসছে, তবে বাড়তি বাটন ছাড়া বর্তমান মডেলের সঙ্গে নতুনটির তেমন তফাত নেই।

বাড়তি অ্যাকসেসরি হিসেবে জয়কন ২ গ্রিপ, স্ট্র্যাপ এবং ওয়েবক্যামও বাজারে আনছে নিন্টেন্ডো।

সফটওয়্যার : সুইচ ১ এর কিছু গেম সরাসরি সুইচ ২-তে খেলা যাবে। বাকি গেমগুলো ধীরে ধীরে সুইচ ২-এর জন্য নতুন করে রিমাস্টার বা রিমেক করার পরিকল্পনার কথা প্রতিষ্ঠানটি জানিয়েছে। এর পাশাপাশি নিন্টেন্ডোর অনলাইন সেবার অংশ হিসেবে পুরনো বেশ কিছু নিন্টেন্ডো গেমও এতে খেলার ব্যবস্থা আছে। বরাবরের মতোই ওয়েব ব্রাউজিং, অডিও-ভিডিও চালানো এবং কিছু অ্যাপ এতে ব্যবহার করা যাবে।

নতুন ফিচার হিসেবে আসছে নিন্টেন্ডো চ্যাট। ব্যবহারকারীরা গেম খেলার সময় একে অন্যের সঙ্গে অডিও বা ভিডিও কলে সংযুক্ত থাকতে পারবে। ভিডিও কলের জন্য ওয়েবক্যাম লাগবে আলাদা। গেমের দৃশ্য লাইভ স্ট্রিমও করা যাবে। বলা যায়, জনপ্রিয় যোগাযোগ প্ল্যাটফরম ডিস্কর্ডের নিজস্ব সংস্করণ তৈরি করছে নিন্টেন্ডো। গেম শেয়ার নামেও একটি ফিচার যুক্ত করা হয়েছে, এতে একটি গেম দুই থেকে চারজন নিজেদের কনসোলে খেলতে পারবে। তবে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকতে হবে সব কনসোল। আপাতত থিম বা অন্যান্য কাস্টোমাইজ করার সুবিধা থাকছে না, ভবিষ্যতে আপডেটের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

৫ জুন কনসোল কিনেই মোট ৪১টি গেম খেলতে পারবে গেমাররা। এর মধ্যে আছে নতুন গেম মারিও কার্ট ওয়ার্লড, ডংকি কং ব্যানানজা, মেট্রোয়েড প্রাইম ৪: বিয়ন্ড ও পোকেমন: এ টু জেড-এর মতো নিন্টেন্ডোর নিজস্ব সব গেম। ফ্রমসফটওয়্যারের তৈরি দ্য ডাস্কব্লাডস, সিডি প্রজেক্ট রেডের সাইবারপাংক ২০৭৭ এবং ডব্লিউবি গেমসের হগওয়ার্টস লেগেসির মতো অন্যান্য বড় সব স্টুডিওর গেমও এই কনসোলে খেলা যাবে। প্রতিটি গেম অন্তত ১০৮০পি রেজল্যুশনে ৩০ এফপিএস ফ্রেমরেটে খেলা যাবে দাবি নিন্টেন্ডোর।

সুইচ ২-এর দাম ৪৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ হাজার টাকা)। ডিজিটাল গেমের দাম ৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা) আর গেম কার্ট্রিজের দাম ৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা) হওয়া একেবারেই অযৌক্তিক, বাজার বিশ্লেষকরাও এমনই বলছেন। নিন্টোন্ডোর দেখাদেখি অন্যান্য গেম নির্মাতারাও এভাবেই দাম বাড়িয়ে দেবে আশঙ্কা করছে তারা। পুরো বিশ্ব যেখানে অর্থনৈতিক মন্দার মুখোমুখি, সেখানে এভাবে গেমিংয়ের খরচ বাড়ানোয় হতাশ হয়েছে নিন্টেন্ডো ফ্যানরা।

সংবাদটি পঠিত হয়েছে: ৫০ বার

এ সম্পর্কিত আরও খবর