মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

নতুন কার্যনির্বাহী পরিষদ পেল বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম

প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, সকাল ৮:৩৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

‘আজকের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমরা আশা রাখবো তারা যেনো তাদের মেধা, মনন, সৃজনশীল ও সময়োপযোগী তথ্যবহুল লেখনির মাধ্যমে খ্রিস্টান সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেন। বুদ্ধি-বৃত্তির চর্চাই হোক নির্বাচিত দলের মূল লক্ষ্য। 

নির্বাচনের মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী পরিষদ পেল বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম। ২০২৪-২০২৭ মেয়াদে অনুষ্ঠিত নির্বাচনে নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমল মিল্টন রোজারি এবং সাধারণ সম্পাদক হয়েছেন রক রোনাল্ড রোজারিও।

শুক্রবার (নভেম্বর ১) রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চের মাদার তেরেজা ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট দল নির্বাচিত হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে পিউস ছেড়াও এবং হেলেন কাপালী, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জেনীভিয়েভ রোজারিও, কোষাধ্যক্ষ হিমেল রোজারিও, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জ্যাস্টিন গোমেজ, সাংগঠনিক সম্পাদক শোভন পল ক্রুশ, ধর্মীয় সম্পাদক শিপ্রা গমেজ, আন্তর্জাতিক সম্পাদক গিলবার্ট গমেজ এবং সদস্য মালা রিবেরু, ম্যানুয়েল ডি প্যারেস ও পলিন ফ্রান্সিস নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল বলেন, ‘আজকের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমরা আশা রাখবো তারা যেনো তাদের মেধা, মনন, সৃজনশীল ও সময়োপযোগী তথ্যবহুল লেখনির মাধ্যমে খ্রিস্টান সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেন। বুদ্ধি-বৃত্তির চর্চাই হোক নির্বাচিত দলের মূল লক্ষ্য। ইতিবাচক ও গঠনমূলক সমালোচনা করে তথ্যবহুল ও গবেষণাধর্মী লেখাগুলো আরও বৃদ্ধি পাবে নতুন ব্যবস্থাপনা কমিটির কাছে এই প্রত্যাশা করি।’

নবনির্বাচিত সভাপতি মিল্টন রোজারি বলেন, ‘সদস্যরা আমাদের উপর আস্থা রেখে আমাদের নির্বাচিত করেছেন। আমারা তাদের নিরাশ করবো না। ভালো কিছু হবে।’

সাধারণ সম্পাদক রোনাল্ড রোজারিও বলেন, ‘এ বিজয় সব খ্রিস্টান লেখ‌কের। এ বিজয় আমা‌দের সবার। নবযাত্রার সঙ্গী হি‌সে‌বে সবাই পাশে থাকবেন দুহাত বাড়িয়ে।’

প্রসঙ্গত, বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের প্রতিষ্ঠা হয় ১৯৯৭ সালে।  দীর্ঘ ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম ব্যালটের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৭৫ বার

এ সম্পর্কিত আরও খবর