রবিবার

ঢাকা, ৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা যাবে না রাশিয়াতে

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, দুপুর ৩:১২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

গুগল বেশ কয়েক বছর ধরে রুশ সরকারের তোপের মুখে রয়েছে। দেশটির দাবি অনুযায়ী ‘অবৈধ কনটেন্ট’ সরিয়ে না নেয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ গণমাধ্যম ও ব্যক্তিত্বদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়ার পর চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি জায়ান্ট গুগল রাশিয়াতে নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করে দিয়েছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

গুগল বেশ কয়েক বছর ধরে রুশ সরকারের তোপের মুখে রয়েছে। দেশটির দাবি অনুযায়ী ‘অবৈধ কনটেন্ট’ সরিয়ে না নেয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ গণমাধ্যম ও ব্যক্তিত্বদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়ার পর চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মস্কোভিত্তিক সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জিমেইলের নতুন অ্যাকাউন্ট তৈরি বন্ধ করে দেয়ার বিষয়টি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। টেলিকম অপারেটররাও ব্যবহারকারীদের কাছে পাঠানো এসএমএসের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার বিষয়টি লক্ষ করেছে।

নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি ও পুরনো জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়। আগামীতে এ পদ্ধতি কাজ করবে কিনা সে বিষয়েও নিশ্চিত নয় মন্ত্রণালয়। এ অবস্থায় গুগলের পরিষেবাগুলো ব্যবহারকারীদের ডাটার ব্যাকআপ কপি তৈরি এবং বিকল্প উপায়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি বা দেশীয় প্লাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।

রাশিয়ায় সাম্প্রতিক মাসগুলোয় গুগলের ইউটিউব ভিডিও হোস্টিং প্লাটফর্মে ধীরগতি দেখা গেছে। সূত্র: দ্য রয়টার্স।

সংবাদটি পঠিত হয়েছে: ৭৭ বার

এ সম্পর্কিত আরও খবর