শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করল আইটেল

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৪২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

দেশজুড়ে আইটেল এস২৫-এর দাম পড়বে ১৩,৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২বছেরর ওএস আপডেট গ্যারান্টি রয়েছে যা ব্যবহারকারীদের জন্য আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।

বাংলাদেশে নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করেছে গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা।

আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া, এবং টেক ট্যু দ্য পয়েন্ট এর স্যামজোন; সহ দেশের শীর্ষ টেক ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে  ২০২৫ সালের নতুন ফোনটি উন্মোচন করা হয়। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত আইটেল টপ সেলাররাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আইটেল বাংলাদেশের পরিবেশক আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেড -এর  সিইও রেজওয়ানুল হক।

তিনি জানান, দেশজুড়ে আইটেল এস২৫-এর দাম পড়বে ১৩,৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২বছেরর ওএস আপডেট গ্যারান্টি রয়েছে যা ব্যবহারকারীদের জন্য আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।

আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, ‘আমি নিজেও এস২৫ সিরিজের ফোন ব্যবহার করছি, এবং আমার অভিজ্ঞতা অসাধারণ। আমি বিশ্বাস করি, এস২৫ সিরিজ ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে, যারা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ-লেভেলের ফিচার খুঁজছে  এই বর্তমান প্রজন্মের টেক-সচেতন ব্যবহারকারীদের জন্য সত্যিই পারফেক্ট।’

অনুষ্ঠানে জানানো হয়, এস২৫ আল্ট্রা স্মার্টফোনটিতে আছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, ২৫৬জিবি স্টোরেজ + ১৬জিবি (৮+৮) এক্সটেন্ডেড র‍্যাম, পাশাপাশি ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  

অন্যদিকে, এস২৫ -এ রয়েছে ১২৮জবি স্টোরেজ + ১২জিবি (৬+৬) এক্সটেন্ডেড র‍্যাম। এছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০MP আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২MP AI সেলফি ক্যামেরা।

সংবাদটি পঠিত হয়েছে: ৫০ বার

এ সম্পর্কিত আরও খবর