১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
আলিবাবা’র কোয়েন ২.৫ পরিবারভুক্ত এই ওপেন সোর্স মডেলগুলো সংখ্যায় ১০০টিরও বেশি। উল্লেখ্য, গত মে মাসে রিলিজ করা কোয়েন ২.৫ ফ্যামিলি প্রতিষ্ঠানটির সাম্প্রতিকতম ফাউন্ডেশনাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)।
এআই খাতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে নতুন ওপেন-সোর্স এআই মডেল এবং টেক্সট-টু-ভিডিও এআই প্রযুক্তি নিয়ে এসেছে জ্যাক মা প্রতিষ্ঠিত আলিবাবা।
জানাগেছে, আলিবাবা’র কোয়েন ২.৫ পরিবারভুক্ত এই ওপেন সোর্স মডেলগুলো সংখ্যায় ১০০টিরও বেশি। উল্লেখ্য, গত মে মাসে রিলিজ করা কোয়েন ২.৫ ফ্যামিলি প্রতিষ্ঠানটির সাম্প্রতিকতম ফাউন্ডেশনাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)।
আলিবাবা অনুসরণ করেছে হাইব্রিড একটি মডেল যেখানে ব্যক্তি মালিকানাধীন এবং ওপেন-সোর্স দুটোতেই বিনিয়োগ করা হয়েছে। এতে করে আরও বিস্তৃত পরিসরে এআই প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।
এআই মডেলের পাশাপাশি আলিবাবা একটি নতুন টেক্সট-টু-ভিডিও মডেলও উন্মোচন করেছে- যেটা টঙ্গিই ওয়ানজিয়াং ইমেজ জেনারেশন পরিবারের অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, নতুন এআই মডেল ও টেক্সট-টু-ভিডিও এআই প্রযুক্তি রিলিজ করার পর আলিবাবা এআই খাতে ওপেনএআই’র সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। সূত্র: রয়টার্স ও ইন্ডিপেনডেন্ট।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...