মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

নতুন আইফোন ১৬ সিরিজের দাম জানা গেলো

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:৫৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানে আইফোন ১৬ সিরিজের চারটি মডেলের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। মডেলগুলো হলো, আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স।   

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানে আইফোন ১৬ সিরিজের চারটি মডেলের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। মডেলগুলো হলো, আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স।   

এই ফোনের দাম কত হতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। দাম যে বেশি হতে চলেছে, প্রত্যেকেই মোটামুটি একমত। কিন্তু কত বেশি, সেটাই এখন জানার বিষয়। আইফোন ১৬ সিরিজেও এআই বা অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার থাকছে। সঙ্গে থাকছে আইওএস ১৮ ভার্সন। 

অ্যাপল হাব ফাঁস করে দিয়েছে আইফোন ১৬ সিরিজের দাম। তাদের দাবি, মডেলের চাহিদা যদি প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে দাম আরও বাড়তে পারে।  

অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার। আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে। এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে। 

সংবাদটি পঠিত হয়েছে: ৬৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ইউগ্রিন রোবোটিক মোবাইলফোন চার্জার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪