মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

নিরাপদে লগইনের জন্য ফেসবুকে এল ‘পাসকি’

প্রকাশ: ১৯ জুন ২০২৫, বিকাল ৬:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সুবিধাটি শুরুতে কেবল ফেসবুক মোবাইল অ্যাপে মিলবে। মেসেঞ্জারেও শিগগিরই যোগ করা হবে। পাসকির সাহায্যে ভবিষ্যতে এনক্রিপটেড চ্যাট ও আর্থিক লেনদেনের সুবিধাও আসবে বলে মেটা জানিয়েছে।

ফেসবুক অ্যাপে পাসকি ব্যবহারের সুযোগ এল। এতে পাসওয়ার্ড ছাড়াই সামাজিক যোগাযোগের প্লাটফর্মটিতে লগইন করা যাবে। সে ক্ষেত্রে অথেনটিকেশনের জন্য অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিন কোড ব্যবহার করতে হবে।

দ্য ভার্জ বলছে, পাসকি ব্যবহারে ফেসবুক অ্যাকাউন্ট আরও সুরক্ষিত হবে, তাই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া দুর্বৃত্তদের জন্য কঠিন হয়ে পড়বে।

সুবিধাটি শুরুতে কেবল ফেসবুক মোবাইল অ্যাপে মিলবে। মেসেঞ্জারেও শিগগিরই সুবিধাটি যোগ করা হবে বলে মেটা জানিয়েছে। পাসকির সাহায্যে ভবিষ্যতে এনক্রিপটেড চ্যাট ও আর্থিক লেনদেনের সুবিধাও আসবে।

এফআইডিও (ফাস্ট আইডেনটিটি অনলাইন) অ্যালায়েন্সের অধীনে তৈরি নতুন ধরনের লগইন ব্যবস্থা এই পাসকি। ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত একটি ক্রিপ্টোগ্রাফিক কির মাধ্যমে কাজ করে এটি।

পাসওয়ার্ডের চেয়ে পাসকি বেশি নিরাপদ এবং সাধারণ সাইবার আক্রমণের বিরুদ্ধে বেশ কার্যকর। পাসকি দিয়ে লগইন করার সময় ফিঙ্গারপ্রিন্ট বা মুখের ছবির মতো ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করা হয় না। সব ধরনের যাচাইকরণ প্রক্রিয়া বরং ব্যবহারকারীর ফোনেই সম্পন্ন হয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৬১ বার

এ সম্পর্কিত আরও খবর