শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


উদ্যোগ

নগদ প্রশাসকের ওপর হামলায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের নিন্দা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৩৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সেসময় মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তার ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাহেদুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, শেখ আব্দুল কুদ্দুস, পরিচালক আনিসুর রহমান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। এতে তিনিসহ তার গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার গাড়িও ভাঙচুর করে।

জানা গেছে, সেসময় মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তার ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।

দুষ্কৃতকারীদের মাধ্যমে নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর শারীরিক আক্রমণ এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই আক্রমণের বিষয়ে নগদের তরফ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আক্রমণকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নগদের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদ প্রশাসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি তেমন আঘাতপ্রাপ্ত হননি। তবে তার ড্রাইভার আহত হয়েছেন। আজকেই একটা নতুন গাড়ি কেনা হয়েছিল। সেই গাড়িতে হাতুড়ি-রড দিয়ে আঘাত করা হয়। আমরা নগদ প্রশাসকের সঙ্গে আছি এবং তাকে মামলা করার পরামর্শ দিয়েছি। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

সংবাদটি পঠিত হয়েছে: ১০৯ বার

এ সম্পর্কিত আরও খবর