মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


উদ্যোগ

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যুক্ত হতে চায় স্টার্টআপ কোম্পানি শপআপ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, দুপুর ৩:২৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

শপআপের তিনটি ব্যবসায়িক ইউনিট রয়েছে। তাদের মোকামের মাধ্যমে তারা পণ্য উৎপাদকদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সংযুক্ত করছে। রেডেক্স ইউনিটের মাধ্যমে পণ্য পরিবহন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

স্টার্টআপ কোম্পানি শপআপ-এর মোট বিনিয়োগের ৬৫ শতাংশ উত্তর আমেরিকা থেকে। এই বিনিয়োগ আরও বাড়াতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের নাসডাক সূচকভুক্ত হতে চায় মুদি দোকানের প্রযুক্তি-ভিত্তিক সল্যুশনের এই স্টার্টআপটি।

রাজধানীর গুলশানের একটি হোটেলে রবিবার অনুষ্ঠিত ‘ইনসাইট এক্সচেঞ্জ : বিহাইন্ড দ্য সিনস অব এ স্টার্টআপ’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে এমনটাই জানান শপআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান।

এ সময় অনুষ্ঠানে শপআপের প্রেডিডেন্ট মামুন রশীদ, চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার সুজায়েথ আলি, চিফ টেকনোলজি অফিসার নবনীথা কৃষ্ণান জে প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শপআপের ব্যবসায়িক অগ্রযাত্রার বিষয়টি তুলে ধরা হয়। শপআপের তিনটি ব্যবসায়িক ইউনিট রয়েছে। তাদের মোকামের মাধ্যমে তারা পণ্য উৎপাদকদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সংযুক্ত করছে। রেডেক্স ইউনিটের মাধ্যমে পণ্য পরিবহন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর খুচরা ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দিতে তারা একটি আর্থিক সেবা চালুর বিষয়টি নিয়ে কাজ করছে। ২০১৯ সালে শপআপ প্রথমে তাদের কার্যক্রম শুরু করে। ২০২১ সালে তারা সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করতে সমর্থ হয়। ২০২৩ সালে শপআপ পরিচালন মুনাফা করেছে এবং এ বছর শেষে তাদের মোকাম ইউনিট নিট মুনাফা করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে শপআপের প্রেসিডেন্ট মামুন রশীদ জানিয়েছেন, দেশের বড় কোম্পানিগুলো এখন বিতরণব্যবস্থা ভার্চ্যুয়াল করার চিন্তা করছে। গত ছয় বছরে অনেক দূর এগোলেও ব্যাংক ঋণ না পাওয়া এবং দেশে অর্থায়ন পাওয়া বড় এক সমস্যায় পড়েন তারা।

সংবাদটি পঠিত হয়েছে: ১১৯ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

বন্যা দুর্গতদের পাশে পাঠাও

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪