১২ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ব্যাটারি ব্যাকআপ বিড়ম্বনার কারণ হতে পারে। গ্যাজেটটির আকার ছোট হওয়ায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোম্পানিগুলো এখনো কাজ করে যাচ্ছে। যদিও ইয়ারবাডসের কেস থেকেও চার্জ করার সুযোগ থাকছে, তবে ভ্রমণে গেলে ভাবনার কারণ হতে পারে।
বহনযোগ্যতা বিবেচনায় ব্যবহারকারীদের কাছে ইয়ারবাডস বেশ জনপ্রিয়। ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে গ্যাজেটটি কিনতেও করা হয় লম্বা হিসাবনিকাশ। এর মধ্যে সবার ওপরে দাম। পাশাপাশি দেখতে সুন্দর হওয়া চাই।
আবার কাজের ক্ষেত্রে ব্যাটারির স্থায়িত্ব যেমন জরুরি, কানের স্বাস্থ্যে আরো বেশি জরুরি সাউন্ড কোয়ালিটি ও আরামদায়ক কিনা এ সবকিছু মিলিয়ে ইয়ারবাডস কেনার আগে ঠিক কী কী বিষয় আমলে নেয়া দরকার তা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট।
কিছু ইয়ারবাডস আছে যেগুলো পুরোপুরি কানের সঙ্গে খাপ খাইয়ে নেয়। এগুলোয় সাধারণত নয়েজ ক্যানসেলেশন সুবিধা থাকে। তবে দীর্ঘ সময় পরে থাকার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে অফিসে বা বাইরে তো নয়-ই। এর বিকল্প হতে পারে যেগুলো কানের কিছু অংশজুড়ে থাকে। তবে ফ্যাশন বিবেচনায় কতটা সুন্দর তা ভেবে দেখা যেতে পারে। পাশাপাশি দেখতে হবে কানে ঠিকভাবে এঁটে থাকছে নাকি পড়ে যাচ্ছে।
যেহেতু ইয়ারবাডসগুলো তারহীন হয়, তাই ব্লুটুথ সংযোগ কতটা ভালো তা অবশ্যই পরখ করে নিতে হবে। ঘর বা অফিসে মুঠোফোন এক কোনায় রেখে অন্য কোনায় গিয়ে কাজের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ভালো ব্লুটুথ সংযোগ না থাকলে সমস্যায় পড়তে হতে পারে। পাশাপাশি কল ধরা বা কেটে দেয়া অথবা গান পরিবর্তন করার জন্য ইয়ারবাডসে স্লাইড নাকি ট্যাপ কনট্রোল থাকছে তা যাচাই করা যেতে পারে। এছাড়া মাইক্রোফোন কতটা ভালো তাও বিবেচনায় রাখতে হবে।
ব্যাটারি ব্যাকআপ বিড়ম্বনার কারণ হতে পারে। গ্যাজেটটির আকার ছোট হওয়ায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোম্পানিগুলো এখনো কাজ করে যাচ্ছে। যদিও ইয়ারবাডসের কেস থেকেও চার্জ করার সুযোগ থাকছে, তবে ভ্রমণে গেলে ভাবনার কারণ হতে পারে। এজন্য মোটামুটি ভালো ব্যাকআপসম্পন্ন ইয়ারবাডস পছন্দের তালিকায় রাখা যেতে পারে।
সাউন্ড কোয়ালিটি নিয়ে অবশ্যই যাচাই-বাছাই করা প্রয়োজন। যদিও ভালো কোয়ালিটির সাউন্ড পেতে গেলে বেশ খরচ করতে হতে পারে। এক্ষেত্রে কথা বলা নাকি গান শোনা, প্রয়োজনভেদে ভালো মানের ইয়ারবাডস কেনার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে সব মিলিয়ে বাজেট ও আরামদায়ক কিনা এ বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করেন তারা। সূত্র: এনগেজেট।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...