মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

ট্রেন্ডিং টপিকসহ নতুন হ্যাশট্যাগ ফিচার পরীক্ষা করছে থ্রেডস

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, বিকাল ৫:৩৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

নতুন এই পরীক্ষামূলক ফিচার ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কেবল অস্ট্রেলীয় ব্যবহারকারীরা পেলেও পরবর্তীতে অন্যান্য দেশেও ফিচারটি চালু হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

থ্রেডসের জন্য নতুন এক ফিচার পরীক্ষা করছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা, যা অনেকটা হ্যাশট্যাগের মতোই কাজ করে। বৃহস্পতিবার থ্রেডসে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ নিজেই। ব্যবহারকারী এতে ‘#’ সংকেতের মাধ্যমে বিভিন্ন বিষয় ট্যাগ করলেও মূল পোস্টে দেখা যাবে নীল রঙের হাইপারলিংক।

নতুন এই পরীক্ষামূলক ফিচার ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কেবল অস্ট্রেলীয় ব্যবহারকারীরা পেলেও পরবর্তীতে অন্যান্য দেশেও ফিচারটি চালু হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

কোনো পোস্ট লেখার সময় ‘#’ টাইপ করলে, যে বিষয়ে ট্যাগ করা হবে তা ও কিছু অনুরূপ বিষয়ের তালিকা দেখা যাবে। এর পাশাপাশি, সেখানে ইনস্টাগ্রামের মতোই প্রতিটি বিষয় ও সেগুলো নিয়ে করা পোস্টের সংখ্যা দেখা যাবে।

তবে, নতুন ফিচারটির মাধমে কেবল একটি নির্দিষ্ট বিষয়ে ট্যাগ করা যাবে। এর ফলে, যেসব ব্যবহারকারী বেশি মানুষের কাছে পোস্ট পৌছানোর লক্ষ্যে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন, তারা কিছুটা হতাশ হতে পারেন। তবে, সাইটের ইন্টারফেস ও একটি ‘ক্লিন লুকের’ বেলায় ফিচারটি বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে ফিচারটি নিয়ে আরও কাজ করার কথা জানিয়েছে মেটা। আর এটিই ফিচারের সম্ভবত শেষ চেহারা নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

প্রতিবেদন অনুযায়ী, গেল সপ্তাহে থ্রেডসের বেশ কিছু নতুন ফিচারের খবর চাউর হয়েছে। এর মধ্যে রয়েছে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ছাড়াই থ্রেডস অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পাশাপাশি সেটি মুছে ফেলার ও অ্যাকাউন্টে কোনো পোস্ট পিন করে রাখার সুবিধা। থ্রেডসের ডিফল্ট মেসেজ-এ ‘উইল দে, ওন্ট দে’ ফিচারটির কথাও উল্লেখ করেছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।

সংবাদটি পঠিত হয়েছে: ৩১১ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

৪৪৪ গেমিং কনসোল এক টিভিতে!

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪