মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ রেসিং এডিশন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, বিকাল ৫:৪৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

টিভিএস অ্যাপাচি আরটিআর রেসিং এডিশনে যোগ করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। যা ব্যবহারীকে অনন্য অভিজ্ঞতা দেবে।

ভারতের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস তাদের অ্যাপাচি সিরিজের নতুন বাইক আনল। এই অ্যাপাচি সিরিজের খুবই জনপ্রিয়। এই সিরিজের বাইক দেদারসে সড়কে চলে। তাই অ্যাপাচি আরটিআর সিরিজে এলো নতুন আরটিআর মডেল। যা রেসিং মডেল।  

সম্প্রতি ভারতের বাজারে এসেছে টিভিএস অ্যাপাচি আরটিআর রেসিং এডিশন। এই বাইকের দাম সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। এতে মিলবে এলইডি লাইটসহ বেশ কিছু নতুন ফিচার।

টিভিএস অ্যাপাচি আরটিআর রেসিং এডিশনে যোগ করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। যা ব্যবহারীকে অনন্য অভিজ্ঞতা দেবে।

নতুন এই বাইকের দাম ভারতে ১ লাখ ২৮ হাজার রুপি। এর একটিমাত্র ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে টিভিএস। ট্র্যাক টু রোড এই মতবাদে বিশ্বাস করে বাইকটি তরুণ প্রজন্মের কাছে হাজির করেছে টিভিএস। এর আগেও অ্যাপাচি আরটিআর ১৬০-এর একাধিক এডিশন লঞ্চ হয়েছে। তবে রেসিং এডিশনের ফিচার্স ও ডিজাইন বাকিগুলোর থেকে অনেকটাই আলাদা।

এতে পাবেন ম্যাট ব্ল্যাক লিভারি এবং কার্বন ফাইবার রেস গ্রাফিক্স। বাইকে রয়েছে লাল অ্যালয় হুইল এবং রেসিং এডিশনের ব্যাজিং। বাইকে ফিচার্স পাবেন তিনটি রাইডিং মোড-স্পোর্ট, আর্বান এবং রেইন, ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোল। যার সঙ্গে টিভিএসের স্মার্টএক্সকানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে। বাইকে রয়েছে এলইডি হেডল্যাম্প এবং টেল ল্যাম্প।

ইঞ্জিনের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করা হয়নি, যা ছিল আগের মতোই রয়েছে। বাইকে মিলবে ১৬০ সিসি এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫.৮২ হর্সপাওয়ার এবং ১৩.৮৫ এনএম টর্ক তৈরি করে পারে। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ রেসিং এডিশনের সর্বোচ্চ গতি ১০৭ কিমি প্রতি ঘণ্টা।

বাইকে রয়েছে ১২ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। এটির ওজন ১৩৭ কেজি। সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার। বাইকের একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করেছে কোম্পানি। দাম রাখা হয়েছে ভারতে ১.২৮ লাখ রুপি।

সংবাদটি পঠিত হয়েছে: ১৩৪ বার

এ সম্পর্কিত আরও খবর