মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


উদ্যোগ

যে কারণ বাতিল হলো টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, দুপুর ১:২৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এক লিখিত বার্তায় উল্লেখ করেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

জনপ্রিয় অনলাইনভিত্তিক শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এর প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেয়েফায়েড ফেসবুক পেজ ও প্রোফাইলে এক বার্তায় এই তথ্য জানান।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ এক লিখিত বার্তায় উল্লেখ করেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

স্টার্ট আপ বাংলাদেশের ফেসবুক পোস্টটি রি-শেয়ার করে পলক লিখেছেন, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।’

কিন্তু কী কারণে টেন মিনিট স্কুলের এই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে সে সম্পর্কে প্রতিমন্ত্রী পলকের পোস্টে কিছু জানানো হয়নি। একই সঙ্গে স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়নি।  

তবে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাইলে পলক বলেন, ‘টেন মিনিটস স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার কারণটা নৈতিকতার জায়গা থেকে বলা যাচ্ছে না। যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে, সেই ভিত্তিতে বলবো, কেউ যদি বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে, এইসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়, সেখানে সরকার ব্যবস্থা নেবেই ‘

প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘টেন মিনিট স্কুলের যে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল, এটা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে। কিন্তু বাতিল কেন করা হয়েছে বা কেন করা হবে না, এ বিষয়টা বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না, যারটা বাতিল করা হয়েছে, তাকেই জানানো হবে। কোনটা সিলেকশন হলো বা কোনটা বাতিল হলো, এটা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ্যে বলতে পারে না।’

পলক আরও বলেছেন, ‘স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ না পেয়ে প্রতিষ্ঠানটি অন্য কোথাও পেতে পারে। আরও অন্য জায়গা থেকে বিনিয়োগ তাদের আসবে। তাদের তথ্য উপাত্ত ও ভ্যালুয়েশন বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না। এটা নীতিবিরুদ্ধ, যে কারণে এটা স্টার্টআপ বাংলাদেশ প্রকাশ্যে বলবে না। স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলকে জানিয়ে দেবে।’

ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  তবে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। 

অনলাইন  প্ল্যাটফর্মে শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু হয় ‘টেন মিনিট স্কুল’ উদ্যোগটি। এটি গড়ে তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিক। প্রতিষ্ঠার পর থেকে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি।

সরকারের বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা যায় আয়মান সাদিককে। আয়মান সাদিক এবং টেন মিনিট স্কুলের প্রশংসা করে বিভিন্ন সময় বক্তব্যও দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদটি পঠিত হয়েছে: ২৪৯ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

বন্যা দুর্গতদের পাশে পাঠাও

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪