৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
টেকনোর এই আসন্ন ক্ল্যামশেল ফোল্ডেবলের ভিতরে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ (২,৬৪০ × ১,০৮০ পিক্সেল) রেজ্যুলিউশনসহ ৬.৯ ইঞ্চির অ্যামোলেড ফোল্ডেবল প্রাইমারি ডিসপ্লে থাকবে।
টেকনো ফ্যান্টম ভি ফোল্ডেবল স্মার্টফোনটি মার্কেটে জনপ্রিয়তার পর এবার চীনা কোম্পানিটি বর্তমানে তাদের প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফাইভজি উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
টেকনোর ঘোষণা অনুযায়ী, ফ্যান্টম সিরিজের ফোনটি আগামী ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উন্মোচন করা হবে। এরপর এটি বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাবে।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যমতে, নতুন ফোনটিতে বৃত্তাকার কাভার ডিসপ্লে থাকবে। সেসাথে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি-তে ১.৩২ ইঞ্চির কাভার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ৪৬৬ × ৪৬৬ পিক্সেলের রেজ্যুলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর টেকনোর এই আসন্ন ক্ল্যামশেল ফোল্ডেবলের ভিতরে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ (২,৬৪০ × ১,০৮০ পিক্সেল) রেজ্যুলিউশনসহ ৬.৯ ইঞ্চির অ্যামোলেড ফোল্ডেবল প্রাইমারি ডিসপ্লে থাকবে।
এছাড়া ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে থাকতে পারে।
বাংলাদেশের ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৬ কোটি...