বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


উদ্যোগ

স্টার্টআপ স্টুডিও স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড উদ্বোধন করলেন পলক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৫৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড এর আওতায় ছয় মাসব্যাপী কো-অন্ট্রাপ্রেনরশিপ প্রোগ্রাম আয়োজন করা হবে, যার লক্ষ্য নতুন নতুন স্টার্ট-আপ তৈরি এবং বাজারে লঞ্চ করা। 

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ডিজিটাল অন্ট্রাপ্রেনরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের সার্বিক সহায়তায় স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেড কর্তৃক পরিচালিত মাইক্রো কোর্স অন ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার রাজশাহীতে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এই কর্মশালার সমাপনী ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর জয় সিলিকন টাওয়ারে "ওয়ান ফ্যামিলি, ওয়ান সিড" উদ্যোগের আওতাধীন স্টার্টআপ স্টুডিও স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড-এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের সাথে সংশ্লিষ্ট মেন্টর, কোচ, ট্রেইনার ও অন্যান্যরা শুধু হাতে কলমে শিখাবেনই না যে কিভাবে একটি স্টার্টআপ তৈরি বা গড়ে করতে হয়। বরং পুরো স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড প্রত্যেকের জন্য টিম মেম্বার হিসেবে কাজ করবে। জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে স্থাপিত স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডটি বিনামূল্যে কোচিং, মেন্টরিং ও স্টার্টআপ ডেভেলপমেন্ট সার্ভিসের পাশাপাশি প্রত্যেকের জন্য কো-ওয়ার্কিং স্পেস ও বরাদ্দ প্রদান করবে।

ভবিষ্যৎ স্টার্ট-আপ তৈরির লক্ষ্যে আয়োজিত এই কোর্সে রাজশাহী জেলার আওতাধীন পাঁচটি ক্যাম্পাস থেকে প্রায় ২৩৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে বলে স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেড-এর সিইও আশিকুর রহমান রুপক জানিয়েছেন।

যে পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে সেগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী কলেজ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মোট ৩টি সেশন পরিচালিত হচ্ছে আশিকুর রহমান রুপকের সার্বিক তত্ত্বাবধানে।

তিনি জানান, একটি কন্সেপ্ট ও কালচার হিসেবে স্টার্টআপ-এর  ইতিহাস, বিবর্তন ও প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারনার পাশাপাশি কেনো এবং কিভাবে একটি স্টার্টআপ গড়ে তুলতে হয় তা সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুতি প্রদান করাই এই মাইক্রো-কোর্সটির মূল উদ্দেশ্য।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ বলেন, স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড এর আওতায় ছয় মাসব্যাপী কো-অন্ট্রাপ্রেনরশিপ প্রোগ্রাম আয়োজন করা হবে, যার লক্ষ্য নতুন নতুন স্টার্ট-আপ তৈরি এবং বাজারে লঞ্চ করা। রাজশাহী জেলার অন্তর্গত যেকোনো পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ-তরুণী যাদের কোনো একাডেমিক প্রোজেক্ট, থিসিস, রিসার্চ বা বিজনেস আইডিয়া আছে যেগুলোকে বাস্তবে একটি বিজনেস ভেঞ্চার হিসেবে গড়ে তুলতে চান তারা এই লঞ্চপ্যাড থেকে সুবিধা পাবেন। এমনকি রাজশাহী জেলার অন্তর্গত যেকোনো পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ-তরুণী যাদের উপরের কোনোটিই নেই কিন্তু সে ব্যাক্তি হিসেবে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে অর্থাৎ কোনো স্টার্টআপ এর ফাউন্ডার বা কো-ফাউন্ডার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান তার জন্য এই লাঞ্চপ্যাড হবে নিজেকে গড়ে তোলার আদর্শ জায়গা।

অক্টোবর ২০২৩-মার্চ ২০২৪ সেশনের ব্যাচে ভর্তিচ্ছু প্রায় ২৫১ জন তরুণ-তরুণী, উদ্যোক্তা ও স্টার্টআপ ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন। এর আগে গত ২৭ আগস্ট চুয়েটে একটি স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড এর উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে একটি করে লঞ্চপ্যাড স্থাপন করা হবে এবং একেকটি স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড বছরে ৫০টি করে নতুন স্টার্টআপ তৈরি করে বাজারে লঞ্চ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর; জেলা প্রশাসক শামীম আহমেদ; বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী এর প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক; ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান; বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহী প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহফুজুল কবির প্রমুখ।  

সংবাদটি পঠিত হয়েছে: ৮২ বার

উদ্যোগ সম্পর্কিত নিউজ


Card image

শুরু হল জিপি এক্সেলারেটর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩
Card image

নারীদের বৈষম্য থেকে সুরক্ষার প্রয়োজন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩