বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


লাইফস্টাইল

স্মার্ট টিভি আনল শাওমি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৩২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

এই টেলিভিশনে ৪কে স্ক্রিনিংয়ের অভিজ্ঞতা পাবেন ক্রেতারা। নতুন এই টিভির বিশেষ ফিচার হলো এতে অ্যামাজন ফায়ার অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এছাড়াও এই টিভিতি অ্যাক্সেসা ভয়েস এনাবল রিমোট কন্ট্রোল সুবিধা থাকবে। যার মাধ্যমে ইউজাররা খুব সহজে চ্যানেল বদলাতে পারবেন।

রেডমি সিরিজের নতুন স্মার্ট টিভি আনল চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মডেল রেডমি স্মার্ট ফায়ার টিভি ৪কে। ৪৩ ইঞ্চির এই টেলিভিশনে মিলবে ২ জিবি র‌্যাম। এই স্মার্ট টিভি লঞ্চ করে ক্রেতাদের কাছে ভালো ও টেকসই টিভি বেছে নেওয়ার সুযোগ তৈরি করল শাওমি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই টেলিভিশনে ৪কে স্ক্রিনিংয়ের অভিজ্ঞতা পাবেন ক্রেতারা। নতুন এই টিভির বিশেষ ফিচার হলো এতে অ্যামাজন ফায়ার অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এছাড়াও এই টিভিতি অ্যাক্সেসা ভয়েস এনাবল রিমোট কন্ট্রোল সুবিধা থাকবে। যার মাধ্যমে ইউজাররা খুব সহজে চ্যানেল বদলাতে পারবেন। এবং কথা বলেই সিনেমা, মিউজিক ইত্যাদি সার্চ করতে পারবেন। এই আধুনিক ফিচারও রাখা হয়েছে স্মার্ট টিভিতে।

৪৩ ইঞ্চির এই টিভিতে রয়েছে ভিভিড পিকচার ইঞ্জিন প্রযুক্তি, ২৪টি স্পিকার, ডলবি অডিও, ডিটিএস-এইচডি ও ভার্চুয়াল এক্স প্রযুক্তি, মেটাল বেজেল লেস ডিজাইন রাখা হয়েছে টিভিতে। এতে রয়েছে অ্যামাজন ফায়ার অপারেটিং সিস্টেম ৭।

ফায়ার টিভি অ্যাপ স্টোর থেকে ১২ হাজারের বেশি অ্যাপের সুবিধা পাওয়া যাবে এই টেলিভিশনে। যেমন অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি + হটস্টার. জি৫, সোনিলিভ, ইউটিউব ইত্যাদি। এছাড়া অ্যামাজন মিনি টিভি এবং ৭০টির বেশি লাইভ চ্যানেল দেখা যাবে এই স্মার্ট টিভিতে।

এই টিভির ডিসপ্লেতে ৪জে রেজুলেশন পাওয়া যাবে। এছাড়াও এতে থাকছে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। মিউজিক, নিউজ, স্পোর্টস, সিরিয়াল সহ একাধিক কনটেন্ট যাতে মসৃণ ভাবে স্ট্রিমিং করতে পারেন তার জন্য দেওয়া হয়েছে কোয়াডকোর কর্টেক্স এ৫৫ প্রসেসর এবং অটো লো ল্যাটেন্সি মোড।

স্মার্ট টিভিতে রয়েছে ২জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ, অপারেটিং সিস্টেম ফায়ারওএস ৭। টিভির সঙ্গে মিলবে রেডমি ভয়েস কন্ট্রোল ও অ্যালেক্সা। কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই, এয়ারপ্লে ২, ব্লুটুথ এবং ইউএসবি ২ এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

ভারতে এই টিভির দাম মাত্র ২৭ হাজার রুপি। সীমিত সময়ে অফার মূল্য ২৫ হাজারে বিক্রি হচ্ছে। 

সংবাদটি পঠিত হয়েছে: ৬৫ বার

লাইফস্টাইল সম্পর্কিত নিউজ