বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


গ্যাজেট

সাশ্রয়ী মূল্যে বাজারে মিলছে বেনকো এস১প্রো ও ভি৯১

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:২৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

বেনকো ভি৯১-এ রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি+ওয়াটার ড্রপ ডিসপ্লে ৯০.১৪% এর স্ক্রিন-টু-বডি এবং ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিওসহ মুভি দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজ করার অন্যন্য অভিজ্ঞতা। এর অন্যতম বৈশিষ্ট্য হলো ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা।

বাজারে এসেছে বেনকো এস১প্রো ও বেনকো ভি৯১ স্মার্টফোন। বেনকো এস১প্রো আগে আসা বেনকো এস১ এর একটি আপডেট মডেল। বেনকো এস১ এর তুলনায়, এটি মেমরি, ক্যামেরা এবং দ্রুত ব্যাটারি চার্জিংসহ আরও উন্নত ফিচার নিয়ে এসেছে।

বেনকো এস১প্রো ফিল্মের প্রতিটি ফ্রেমের কালারকে ডিটেইল দেখাবে। এতে রয়েছে ৬.৮ ইঞ্চি এফএইচডি+পাঞ্চ-হোল ডিসপ্লে। ৯১.৪% এর স্ক্রিন-টু-বডি এবং ২০.৫:৯ এর অ্যাসপেক্ট রেশিওসহ, বেনকো এস১প্রো মুভি দেখার জন্য, গেম খেলার জন্য বা ওয়েব ব্রাউজ করার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা সম্পন্ন হ্যান্ডসেট।

বেনকোর  এস১প্রো-এর ৮ জিবি+২৫৬ জিবির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি+১২৮ জিবির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।

বেনকো ভি৯১- এ রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি + ওয়াটার ড্রপ ডিসপ্লে ৯০.১৪% এর স্ক্রিন-টু-বডি এবং ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিওসহ মুভি দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজ করার অন্যন্য অভিজ্ঞতা। এর অন্যতম বৈশিষ্ট্য হলো ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা।

বেনকো ভি৯১ এর দাম ৪ জিবি+১২৮ জিবি ৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+১২৮জিবির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।

সংবাদটি পঠিত হয়েছে: ৬০ বার

গ্যাজেট সম্পর্কিত নিউজ