মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


ট্রেন্ডিং

রোবটের হাড়, লিগামেন্ট, মাংসপেশী তৈরি হল ৩ডি প্রিন্টারে

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, দুপুর ১:২৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 এখন পর্যন্ত ৩ডি প্রিন্টিংয়ে যে ধরনের দ্রুত নিরাময়কারী ‘পলিঅ্যাক্রিলেট’ ব্যবহৃত হয়ে আসছে, সেটি দিয়ে এ হাত তৈরি করা সম্ভব হতো না। 

৩ডি প্রিন্টিংয়ের সহায়তা নিয়ে প্রথমবারের মতো কোনো রোবটের বাহুর হাড়, লিগামেন্ট ও মাংসপেশী সফলভাবে তৈরি করেছেন গবেষকরা। এই কৃতিত্ব অর্জনে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয় ‘ইটিএইচ জুরিখ’। ৩ডি প্রিন্টিংয়ের সঙ্গে এখানে সমন্বয় ঘটানো হয়েছে ‘লেজার স্ক্যানার’ ও ‘ফিডব্যাক’ পদ্ধতির।

গবেষকদের দেওয়া তথ্য অনুসারে, এ প্রক্রিয়া অবলম্বণ করে ভবিষ্যতে আরও জটিল ও টেকসই রোবট তৈরির সম্ভাবনা আছে।

“এখন পর্যন্ত ৩ডি প্রিন্টিংয়ে যে ধরনের দ্রুত নিরাময়কারী ‘পলিঅ্যাক্রিলেট’ ব্যবহৃত হয়ে আসছে, সেটি দিয়ে এ হাত তৈরি করা সম্ভব হতো না।” -বলেন ইটিএইচ জুরিখের রোবটিক্স বিভাগের অধ্যাপক ও পরবর্তী প্রজন্মের রোবটিক হাত বানানো এ গবেষণার নেতৃত্বে থাকা রবার্ট কাটজম্যান।

একে ৩ডি প্রিন্টিং ও ‘সফট রোবটিক্স’ উভয় খাতের জন্য ‘যুগান্তকারী অর্জন’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট।

“আমাদের তৈরি করা হাতের মতো নরম বস্তু থেকে তৈরি রোবটে প্রচলিত ধাতব রোবটের তুলনায় বেশি সুবিধা পাওয়া যায়।” -বলেন কাটজম্যান।

“এগুলো নরম হওয়ার কারণে মানুষের আঘাত পাওয়ার ঝুঁকি কম। এ ছাড়া, বিভিন্ন ভঙ্গুর বস্তু ধরার বেলায় আরও ভালোভাবে কাজ করে এটি।”

গত দশকে রোবট শিল্পে বড় অগ্রগতি দেখা গেলেও মানুষের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনায় নিলে এগুলোতে এখনও বড় ঝুঁকি রয়েছে। এ মাসের শুরুতে এমনই এক মেশিনের হাতে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তির মৃত্যু হয়। কারণ, রোবটটি ওই ব্যক্তিকে ‘সবজির বাক্স’ মনে করেছিল।

এই নরম রোবটিক হাত সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে ‘ভিশন-কন্ট্রোলড জেটিং ফর কম্পোজিট সিস্টেমস অ্যান্ড রোবটস’ শীর্ষক গবেষণাপত্রে, যা বুধবার প্রকাশ পেয়েছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ।

“দীর্ঘকাল ধরেই মানবতার লক্ষ্য, শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের মতো জটিল কাঠামোকে আবারও সিন্থেটিক উপায়ে তৈরি করা।” -উল্লেখ রয়েছে গবেষণাপত্রে।

“আমাদের গবেষণায় উচ্চ-রেজুলিউশনের টেকসই ‘মাল্টি ম্যাটেরিয়াল সিস্টেম’ তৈরি করার জন্য স্বয়ংক্রিয় ও পরিমাপযোগ্য পদ্ধতি অবলম্বণ করা হয়েছে।”

সংবাদটি পঠিত হয়েছে: ২৫৫ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

এআই নিয়ে নতুন আইন করছে অস্ট্রেলিয়া

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪