বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


অটোমোবাইল

পরিবেশবান্ধব গাড়ি আনল টয়োটা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:২৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

হিলাক্স-এ টয়োটা মিরাই-এর পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে। আর ইলেকট্রিক মোটরটিকে শক্তি সরবরাহ করবে হাইড্রোজেন ফুয়েল সেল। চলার সময় এই ফুয়েল সেল কোনরকম দূষণের নির্গমন ঘটায় না, বরং পাইপ দিয়ে শুধু পানি বেরিয়ে আসবে।

বর্তমানে গাড়ির কালো ধোঁয়ায় বায়ু দূষণ বেড়ে যাওয়ার কারণে সারা বিশ্বে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে নামি-দামি গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলো। বিকল্প জ্বালানির মধ্যে অন্যতম হাইড্রোজেন। বিদ্যুতের পর ধীরে ধীরে হাইড্রোজেন দ্বারা পরিচালিত পরিবেশবান্ধব যানবাহন নিয়ে আসছে এসব কোম্পানি।

এবারে এই জ্বালানি চালিত বিশেষভাবে তৈরি পরিবেশবান্ধব পিকআপ ট্রাক হিলাক্স নিয়ে হাজির হয়েছে টয়োটা।

পিকআপ ট্রাকটি ব্রিটেনের ডার্বি-তে টয়োটার বার্নাস্টন-এর কারখানায় তৈরি হয়েছে। হিলাক্স-এর হাইড্রোজেন সংস্করণটি এখনও পর্যন্ত প্রোটোটাইপ মডেল হিসেবে রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, এই বছরের মধ্যে এমন আরও ৯টি নমুনা মডেল তৈরি করবে।

হিলাক্স-এ টয়োটা মিরাই-এর পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে। আর ইলেকট্রিক মোটরটিকে শক্তি সরবরাহ করবে হাইড্রোজেন ফুয়েল সেল। এই পাওয়ারট্রেনের বিশ্বাসযোগ্যতার জন্য মিরাই গাড়িটি প্রায় ১০ বছর ধরে ব্যবহার হয়ে আসছে। চলার সময় এই ফুয়েল সেল কোনরকম দূষণের নির্গমন ঘটায় না, বরং পাইপ দিয়ে শুধু পানি বেরিয়ে আসবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৭ বার

অটোমোবাইল সম্পর্কিত নিউজ


Card image

স্পোর্টস এডিশনে এলো হোন্ডা এসপি ১২৫

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩
Card image

নতুন ২ স্পোর্টস বাইক আনল ইয়ামাহা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩
Card image

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩