১৩ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
নিজেদের তৈরি গাড়িতে এ সুবিধা চালুর জন্য নতুন প্রযুক্তির ক্যামেরা সিস্টেম তৈরির কাজ শুরু করেছে ফোর্ড। এরই মধ্যে প্রযুক্তিটির মেধাস্বত্ব নিজেদের নামে করার জন্য আবেদনও করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ট্রাফিক পুলিশ বা রাস্তায় পাশে থাকা স্পিডোমিটারের চোখ ফাঁকি দিয়ে অনেকেই নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালান। তবে ভবিষ্যতে পুলিশ বা স্পিডোমিটারের চোখ ফাঁকি দিতে পারলেও দ্রুতগতিতে চলা গাড়ির ছবি তুলে রাখবে আশপাশে থাকা ফোর্ড গাড়ি।
শুধু তা-ই নয়, অতিরিক্ত গতিতে চলা গাড়ির ছবি তুলে স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় পুলিশকে জানাবে গাড়িটি। ফলে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে ধরা পড়তেই হবে।
নিজেদের তৈরি গাড়িতে এ সুবিধা চালুর জন্য নতুন প্রযুক্তির ক্যামেরা সিস্টেম তৈরির কাজ শুরু করেছে ফোর্ড। এরই মধ্যে প্রযুক্তিটির মেধাস্বত্ব নিজেদের নামে করার জন্য আবেদনও করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ইউএস পেটেন্ট ও ট্রেডমার্ক কার্যালয়ে ফোর্ডের পেটেন্ট আবেদনে বলা হয়েছে, দ্রুতগতির গাড়ি শনাক্ত করতে ট্রাফিক পুলিশ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ফোর্ডের নতুন এ ক্যামেরা প্রযুক্তি আশপাশে দিয়ে যাওয়া দ্রুতগতির গাড়ি শনাক্ত করে স্থানীয় পুলিশকে স্বয়ংক্রিয়ভাবে জানাবে। ফলে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা কমবে।
নতুন ক্যামেরা প্রযুক্তি কীভাবে কাজ করবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ফোর্ড। তবে ফোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন এ প্রযুক্তিতে গাড়িতে বিল্ট-ইন ক্যামেরা ও সেন্সর ব্যবহার করা হবে। আইন প্রয়োগকারী অনেক সংস্থা বর্তমানে এভাবে তথ্য সংগ্রহ করে থাকে।
স্বচালিত গাড়ির সংখ্যা বাড়ার কারণে বিভিন্ন গাড়িতে দ্বিমাত্রিক ক্যামেরা ও নানা ধরনের সেন্সর ব্যবহার বাড়ছে। গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু করে রাস্তা ও আশপাশের ছবি ধারণ করতে পারে। এসব তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পর্যালোচনাও করা যায়। সূত্র: ডেইলি মেইল
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...