মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


উদ্যোগ

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, দুপুর ১০:২১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এপ্রিল থেকে এই মাধ্যমটিতে নিবন্ধিত গ্রাহক বাড়লেও ক্যাশ ইন, ক্যাশ আউট, রেমিট্যান্স সংগ্রহ প্রভৃতি লেনদেনে ভাটা পড়েছে। এপ্রিল থেকে মে মাসে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার বাড়লেও লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি ৪১ লাখ টাকা।

আর্থিক লেনদেন, সেবা বিল পরিশোধ, পরীক্ষা ফি প্রদান, কেনাকাটা, ভাতা উত্তোলন এবং রেমিট্যান্স সংগ্রহ সেবা পেতে চলতি বছরের মার্চ পর্যন্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু এপ্রিল থেকে এই মাধ্যমটিতে নিবন্ধিত গ্রাহক বাড়লেও ক্যাশ ইন, ক্যাশ আউট, রেমিট্যান্স সংগ্রহ প্রভৃতি লেনদেনে ভাটা পড়েছে। এপ্রিল থেকে মে মাসে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার বাড়লেও লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি ৪১ লাখ টাকা।

এছাড়াও আলোচিত মাসে এমএফএস মাধ্যমে ক্যাশ ইন বা জমা কমেছে ১ হাজার ৩১০ কোটি ৮১ লাখ টাকা। ক্যাশ আউট বা উত্তলন কম হয়েছে ২ হাজার ৩২ কোটি টাকা। একইসঙ্গে প্রবাসী আয় কমেছে ১৩৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মোবাইল ব্যাংকিংয়ে ২০২৪ সালের মে মাসে এসে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৯১৩টিতে। এপ্রিলে সংখ্যাটি ছিল ২২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৫৫৩টি। নিবন্ধিত হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১৩ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৬৯৭ আর নারী ৯ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ২৬ জন। এরমধ্যে শহরে ১০ কোটি ৯৮ লাখ ২ হাজার ৬৫৯টি এবং গ্রামে হিসাব সংখ্যা ১২ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার ২৬৪টি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের মে মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৫২ কোটি টাকা। অথচ এপ্রিলে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা। এর মধ্যে নগদ জমা (ক্যাশ ইন) হয়েছে ৪০ হাজার ৪৮৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে এমএফএসগুলোতে জমার (ক্যাশ ইন) পরিমাণ ছিল ৪১ হাজার ৭৯৬ কোটি। একইভাবে নগদ উত্তোলন (ক্যাশ আউট) হয়েছে ৪৪ হাজার ৯৫৪ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছিল ৪৬ হাজার ৯৮৭ কোটি টাকা।

আলোচিত মে মাসে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছে ৩৬ হাজার ১৬১ কোটি টাকা যা এপ্রিলে ছিল ৩৭ হাজার ৯০৪ কোটি টাকা। সে হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে লেনদেন কম হয়েছে ১ হাজার ৭৪২ কোটি ৮৪ লাখ টাকা। মে মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫১ কোটি টাকা, পরিষেবার ৩ হাজার ১৪৩ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। একইভাবে মে মাসে মোবাইল ব্যাংকিং মাধ্যমে দেশে ৭২২ কোটি টাকার প্রবাসী আয় এসেছে। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৫৬ কোটি টাকা।

সেবা দেয়া ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব থেকে এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৭ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

বন্যা দুর্গতদের পাশে পাঠাও

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪