৯ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
চারদিনের এই আয়োজনে ৩২টি দেশের ৬২০ জন উদ্যোক্তা তাদের নিজের তৈরি পণ্য প্রর্দশন করবে। সেসাথে থাকছে অংশগ্রহণকারীদের জন্য ২০টি কনফারেন্স ও ১০৬টি বিজনেস মেকিং মিটিং।
বিশ্বের ৩২টি দেশের উদ্যোক্তাদের নিজের হাতের তৈরি পণ্য ক্রেতা-দর্শনার্থীদের সামনে প্রদর্শনের মধ্য দিয়ে নিজেদের সক্ষমতাকে বিশ্ববাসী কাছে তুলে ধরতে আজ শুরু হলো মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ‘মিহাস’ ট্রেড এক্সিবিশন। আয়োজনে অংশগ্রহণ করছে বাংলাদেশি ১৬ প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এমআইটিইসি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার কুয়ালালামপুরে শুরু হলো এই ট্রেড এক্সিবিশন। চলবে শুক্রবার পর্যন্ত।
মালয়েশিয়া মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (মিআইটিআই) তত্ত্বাবধানে এবং আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (এমএটিআরএডিই) আয়োজনে এটি তাদের ১৯তম আসর।
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট প্রোমশন ব্যুরো (ইপিবি)-এর তত্ত্বাবধনে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল হালাল শোকেস ট্রেড এক্সিবিশনে অংশগ্রহণ করেছে একদল উদ্যোক্তা। ই-ক্যাব ওমেন ফোরামের সভাপতি নাজনীন নাহারের নেতৃত্বে ১৬ জন উদ্যোক্তা এই আয়োজনে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ থেকে যেসব পণ্য নিয়ে উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন সেগুলো হলো, অ্যাগ্র বেইজড প্রোডাক্টস, হাই ফ্যাশন গামের্ন্টস, গামের্ন্টস ফেবরিকস, লেদার জুটস, জুট ব্যাগ, ফেবরিকস, জুট টি, বিস্কুট, ডেনিম ফেবরিক হ্যান্ড ব্যাগ, সফটওয়্যার অ্যাপস, ওয়েব অ্যাপ্লিকেশন, আইটি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, শাড়ি থ্রিপিস, বেড কভার, নকশি কাঁথা, বিউটি অ্যান্ড জুয়েলারি প্রোডাক্ট, ফ্যাশন অ্যান্ড হ্যান্ডিক্রাফট।
আয়োজনে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধিও অংশগ্রহণ করবেন।
চারদিনের এই আয়োজনে ৩২টি দেশের ৬২০ জন উদ্যোক্তা তাদের নিজের তৈরি পণ্য প্রর্দশন করবে। সেসাথে থাকছে অংশগ্রহণকারীদের জন্য ২০টি কনফারেন্স ও ১০৬টি বিজনেস মেকিং মিটিং।
জাতীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য আয়োজনে প্রদর্শন করা হবে উদ্যোক্তাদের নিজের হাতের তৈরি অর্গানিক ফুড, ড্রিংকস, ফুড প্রসেসিং, প্যাকেজিং, বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতির ফুড।
আয়োজনে অংশগ্রহণ প্রসঙ্গে ই-ক্যাব ওমেন ফোরামের সভাপতি নাজনীন নাহার বলেন, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ‘মিহাস’ ট্রেড এক্সিবিশন হলো সারা বিশ্বের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের একটা আন্তর্জাতিক প্লাটফর্ম। এমন একটি প্রদর্শনীতে আমরা অংশগ্রহণের সুযোগ পেয়েছি এটা আনন্দের বিষয়। আমরা বাংলাদেশের হয়ে আয়োজনে প্রতিনিধিত্ব করবো। এখানে ৩২টি দেশের উদ্যোক্তা তাদের তৈরি পণ্য প্রদর্শন করবে, সেমিনার হবে, বিভিন্ন দেশের মানুষের কৃষ্টি, সংস্কৃতির সাথে পরিচয় হওয়ার সুযোগ রয়েছে। আয়োজনে আমাদের অনেক নতুন কিছু দেখা ও শেখার সুযোগ হবে। এমন আয়োজনে আমাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট প্রোমশন ব্যুরো (ইপিবি) ও এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ।
বাংলাদেশের ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৬ কোটি...