বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


গ্যাজেট

মাল্টিপ্লানে ‘জাবরা’ রোড শোতে মিলছে তীর ছুঁড়ে লক্ষ্য ছোঁয়া উপহার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

 কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে স্বয়ংক্রিয়ভাবে ‘ভার্চুয়াল রুম’ স্থাপনের মাধ্যমে ‘অন দ্য গো’ গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেওয়ার দুর্দান্ত সলিউশনের ব্যবহারও দেখানো হচ্ছে পণ্য প্রদর্শনীর একক আয়োজনে।

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে অডিও-ভিডিও অনুষঙ্গের বিশেষায়িত ব্র্যান্ড ‘জাবরা’ প্রোডাক্ট শোকেইসের রোড-শো। এ উপলক্ষে কম্পিউটার মার্কেটটির নিচ তলা সেজেছে বর্ণিল সাজে। চলতি পথেই উৎসবে ঢুঁ মেরে লাকি ড্র-তে মিলছে তীর ছুঁড়ে লক্ষ্য ছোঁয়া উপহার।

এছাড়াও জাবরার সর্বশেষ মডেলের কম্পিউটার পেরিফেরালের সঙ্গে ১০ ধরনের হেড সেট, ৬ ধরনের অডিও কনফারেন্সিং এবং ৩ প্রকারের ভিডিও কনফারেন্স এর টাচ অ্যাড ফিল অভিজ্ঞতা দিচ্ছে বাংলাদেশে ব্র্যান্ডটির এক্সক্লুসিভ পরিবেশক টেক রিপাবলিক। অভিজ্ঞতা নিয়ে এসব ডিভাইস ক্রয়ে  ডিসকাউন্ট কুপনও পাচ্ছেন দর্শনার্থীরা।

আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্য পর্যন্ত চলবে এই আয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে স্বয়ংক্রিয়ভাবে ‘ভার্চুয়াল রুম’ স্থাপনের মাধ্যমে ‘অন দ্য গো’ গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেওয়ার দুর্দান্ত সলিউশনের ব্যবহারও দেখানো হচ্ছে পণ্য প্রদর্শনীর একক আয়োজনে।

এর আগে মাল্টিপ্লান দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে রবিবার বিকেলে কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেহেদী হাসান এবং জাবরার এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের পরিচালক ইয়োগেস ক্যালে।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৫ বার

গ্যাজেট সম্পর্কিত নিউজ