মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

লাগাতার ধর্মঘট শুরু করেছে স্যামসাংয়ের কর্মীরা!

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, বিকাল ৬:২০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রথম সাধারণ ধর্মঘটের পরেও সংলাপে যুক্ত হওয়ার কোন ইচ্ছা কোম্পানি দেখায়নি। তাই ১০ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় সাধারণ ধর্মঘট ঘোষণা করা হলো, যা লাগাতার চলবে।

তিন দিনের সাধারণ ধর্মঘট শেষে এবার লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ও মাইক্রোচিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মীরা। ন্যায্য বেতন ও কর্মীদের অধিকার আদায়ের দাবিতে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

বুধবার (১০ জুলাই) প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়ন (এনএসইইউ) দ্বিতীয় ধাপের এই ধর্মঘটের ডাক দেয়। মূলত, ম্যানেজমেন্ট দাবি মেনে নেওয়ার জন্য আলোচনার কোনো আগ্রহ না দেখানোয় এ পথে হাঁটতে যাচ্ছে স্যামসাংয়ের শ্রমিক সংগঠনটি।

ইউনিয়নের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রথম সাধারণ ধর্মঘটের পরেও সংলাপে যুক্ত হওয়ার কোন ইচ্ছা কোম্পানি দেখায়নি। তাই ১০ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় সাধারণ ধর্মঘট ঘোষণা করা হলো, যা লাগাতার চলবে। সূত্র: বিবিসি।

সংবাদটি পঠিত হয়েছে: ১১৪ বার

এ সম্পর্কিত আরও খবর