বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


খবর

জাতীয় পরিচয়পত্রের সার্ভার যে কারণে বন্ধ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১:৫০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান। রক্ষণাবেক্ষণের কাজ চলায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার  মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সার্ভার বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা আগামী ২৮ ঘণ্টা বন্ধ থাকবে।

এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন শাখার জুনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, ‘সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান। রক্ষণাবেক্ষণের কাজ চলায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে, সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৮৩৭ জন ভোটার এবং ১০ লাখ রোহিঙ্গার তথ্য রয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৯ বার

খবর সম্পর্কিত নিউজ


Card image

শেষ হলো সাইবার মৈত্রী

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩