১৩ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
সামিটে এআই ফর গুড-ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে সারা বিশ্বের ৩৮ টি দেশ থেকে ২১৯ টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রকল্পের ইউজ কেস সাবমিট করা হয়। ২১৯টি ইউজ কেস থেকে মাত্র ৫৩টি ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে এআই ফর গুড সামিট-২০২৪ এ প্রদর্শনের জন্য মনোনীত হয় এবং রিপোর্ট আকারে গত ৪ জুলাই এটি প্রকাশ করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন।
বাংলাদেশ থেকে একমাত্র প্রকল্প হিসেবে ইনোভেট ফর ইমপ্যাক্ট স্বীকৃতি পেলো নতুন কুঁড়ি। এআই-ভিত্তিক মোবাইল অ্যাপটি মূলত কর্মজীবী মা এবং ধাতৃদের জন্য তৈরি। এটি নবজাতকের শ্বাসকষ্টের মতো নিবিড় পরিচর্যায় ব্যবহৃত স্বস্থ্যকর্মীদেরও কাজে সহায়তা করবে।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন কর্তৃক চীনের সাংহাইতে অনুষ্ঠিত এআই ফর গুড সামিট ২০২৪-এ ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্রাট কুমার দে এবং তার গবেষণা দল।
সামিটে এআই ফর গুড-ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে সারা বিশ্বের ৩৮ টি দেশ থেকে ২১৯ টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রকল্পের ইউজ কেস সাবমিট করা হয়। ২১৯টি ইউজ কেস থেকে মাত্র ৫৩টি ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে এআই ফর গুড সামিট-২০২৪ এ প্রদর্শনের জন্য মনোনীত হয় এবং রিপোর্ট আকারে গত ৪ জুলাই এটি প্রকাশ করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন।
বাংলাদেশ থেকে একমাত্র প্রকল্প হিসেবে ইনোভেট ফর ইমপ্যাক্ট স্বীকৃতি পাওয়ায়, প্রকল্প পরিচালক সম্রাট কুমার দে বলেন, আমাদের ইউজ কেসটি ইউনাইটেড নেশন গোলস এর টেকসই উন্নয়ন লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ এর সাথে সম্পর্কিত। সামিটে স্বীকৃতি পাওয়া ইউজ কেসটি মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে জন্মকালীন শ্বাসরুদ্ধতা নির্ণয়ের পাশাপাশি দেশে শিশু মৃত্যুহার কমাতে সাহায্য করবে।
উল্লেখ্য, নতুন কুঁড়ি প্রকল্পটি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ হতে উদ্ভাবনী অনুদান প্রাপ্ত।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...