বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


সফটওয়্যার

ই-স্পোর্টস টুর্নামেন্ট ডি১ কাপ বাংলাদেশ, ৪০ লাখ টাকা পুরস্কার পেলেন বিজয়ীরা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:১৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

বিজয়ী দলগুলোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা ৩২টি দলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে এ টুর্নামেন্টে বিজয়ীদের ৪০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়। পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরুণদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ই-স্পোর্টস টুর্নামেন্ট ডি১ কাপ বাংলাদেশ ২০২৩। অনলাইনভিত্তিক কম্পিউটার বা মোবাইল গেমিংয়ের এই টুর্নামেন্টের আয়োজন করে ডিসকভারি ওয়ান লিমিটেড। পৃষ্ঠপোষক ছিল বিকাশ।

বাছাইপর্ব অনলাইনে হলেও এর ফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সারাদেশ থেকে তিন শতাধিক দল এ টুর্নামেন্টের তিনটি জনপ্রিয় গেম ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস: গো’ ও ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেমে অংশ নেয়।

কম্পিউটারভিত্তিক গেম ‘ভ্যালোরেন্ট’-এ বিজয়ী হয় টিম এমএলটি। প্রাইজমানি হিসেবে তারা পেয়েছে ৮ হাজার টাকার ডামি চেক। এছাড়া সিএস: গো’ গেমে বিজয়ী হয় টিম ‘রেড ভাইপারজ’ এবং মোবাইলভিত্তিক গেম ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’এ বিজয়ী হয় টিম ‘ক্রালস কাউন্সিল’।

বিজয়ী দলগুলোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা ৩২টি দলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে এ টুর্নামেন্টে বিজয়ীদের ৪০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়। পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনে অংশ নিয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, তরুণ গেমাররা এ ধরনের কম্পিটিশনে বিষয়ে অনেক উৎসাহী। তাদের ভালো ফ্ল্যাটফর্ম দিতে হবে। আমাদের এই গেমাররা বৈশ্বিক কম্পিটিশনগুলোতেও বিজয়ী হবে বলে আমার বিশ্বাস।

বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় নাম ই-স্পোর্টস। বাংলাদেশেও দিন দিন এটি জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের গেমিং খাতে নতুন মাইলফলক তৈরির লক্ষ্যে ডিসকভারি ওয়ান লিমিটেডের এ আয়োজন।

গ্লোবাল ডাটার তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বে ই-স্পোর্টসের মার্কেট ভ্যালু ছিল ১.৬৪ বিলিয়ন মার্কিন ডলার। বাজারটি প্রতিবছর ১৬.৭ শতাংশ প্রবৃদ্ধি হারে ২০৩০ সাল নাগাদ ৪.৮১ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে অনুমান করছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি পঠিত হয়েছে: ৭২ বার

সফটওয়্যার সম্পর্কিত নিউজ


Card image

সমবায় সমিতি ব্যবস্থাপনা সফটওয়্যার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩
Card image

ঘরে বসেই অনলাইনে মিলবে টিউটর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩
Card image

দাফন ও পুরোনো কবরের তথ্য মিলবে অ্যাপে

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩