বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


টেলিকম

গ্রাহকের স্বাধীনতা দিতেই বিটিআরসি’র নতুন ডেটা ফ্লেক্সিপ্লান

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৫:০৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

যেহেতু তিন দিনের প্যাকেজ প্রায় ৭০ শতাংশ ব্যবহারকারী পছন্দ করে। তাই এ বিষয়টি ভেবে দেখা দরকার। তাছাড়া ফ্লেক্সিপ্লানও গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না। এটা গ্রাহকের খরচ বাড়বে। মানুষের ইন্টারনেট ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়বে।

গ্রাহকের স্বাধীনতা দিতেই নতুন প্লান। গ্রাহকের স্বাচ্ছন্দ্যে ট্যারিফের ব্যাপ্তি বাড়ানো হয়েছে। সাত ও ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ ৩টি আললিমিটেডসহ ৪০টি প্যাকেজ থেকে নিজেই তার পছন্দের প্যাকেজ নিতে পারবে। এর মধ্যে ৫০ জিবি পর্যন্ত ডাটা ফরওয়ার্ড করা যাবে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মোবাইলফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

নতুন প্যাকেজ প্লানের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, গ্রাহকের ডেটা যেনো লস না হয়, তারা যেনো নিজেদের ইচ্ছে মতো প্রয়োজনীয় ডেটা ব্যবহার করতে পারে সে জন্য অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছ থেকে স্বীকৃতি নিয়ে ঘোষণা করা হচ্ছে। সামনের দিনগুলোতে এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া বিবেচনা করা হবে।

তবে প্যাকেজ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার বিষয়ে দ্বিমত প্রকাশ করেন অ্যামটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার। তিনি বলেন, যেহেতু তিন দিনের প্যাকেজ প্রায় ৭০ শতাংশ ব্যবহারকারী পছন্দ করে। তাই এ বিষয়টি ভেবে দেখা দরকার। তাছাড়া ফ্লেক্সিপ্লানও গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না। এটা গ্রাহকের খরচ বাড়বে। মানুষের ইন্টারনেট ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি বা চক্রান্ত করার জন্য আসিনি। আমরা মানুষের প্রয়োজন বিবেচনা করেই ব্যবসা করতে এসেছি। তাই আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৩ দিনের মেয়াদ রেখে ৯৫টি মেয়াদ রাখা হোক।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মোস্তাফা জব্বার।

অন্যান্যের মধ্যে অ্যামটব সভাপতি ও বাংলালিংক সিইও এরিক অস, গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান, রবি’র চিফ রেগুলেটর অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম এবং টেলিটক ব্যবস্থাপনা পরিচলক এ কে এম হাবিবুর রহমান নতুন প্লান নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত তিন মাসে ৩ দিনের ডেটা প্যাক ব্যবহার করছে ৬৯.২৩% গ্রাহক, ৭ দিনের ডেটা প্যাক ব্যবহার করছে ১৬.৮৪% গ্রাহক, ১৫ দিনের ডেটা প্যাক ব্যবহার করছে ৩.৮২% গ্রাহক, ৩০ দিনের ডেটা প্যাক ব্যবহার করেছে ১০.১১℅ গ্রাহক।

সংবাদটি পঠিত হয়েছে: ৬০ বার

টেলিকম সম্পর্কিত নিউজ