বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


উদ্যোগ

ছয় বছর বয়সে ভিডিও গেম তৈরি করে গিনেস বুকে খুদে খুরানা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

সিমরের বাবা গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানায় ‘মনে হয়েছিল ওর মধ্যে এটা একটা সহজাত ব্যাপার। তাই পরীক্ষামূলকভাবে কোডিংয়ের অনলাইন ক্লাসে ওকে বসাই। দেখলাম ওই বয়সেই দারুণ উপভোগ করছে।’

মাত্র ছয় বয়সে ভিডিও গেম তৈরি করে বিশ্বরেকর্ড গড়লো কানাডীয় শিশু সিমর খুরানা। ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে ছোট ভিডিও গেম ডেভেলপার হিসেবে তার নাম উঠছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সিমর খুরানা ৬ বছর ৩৩৫ দিনে তার প্রথম ভিডিও গেম তৈরি করে। অবশেষে মেয়েকে কোডিং ক্লাসে ভর্তি করেন পরশ। এখন সে সপ্তাহে তিনটি করে ক্লাস করে।

সিমরের বাবা গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানায় ‘মনে হয়েছিল ওর মধ্যে এটা একটা সহজাত ব্যাপার। তাই পরীক্ষামূলকভাবে কোডিংয়ের অনলাইন ক্লাসে ওকে বসাই। দেখলাম ওই বয়সেই দারুণ উপভোগ করছে।’

সিমরের তৈরি প্রথম ভিডিও গেমের নাম ‘হেলদি ফুড চ্যালেঞ্জ’।

খুদে এই শিশু জানায়, ডাক্তার তাকে জাঙ্ক ফুড না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে বলেছিল। এরপর থেকেই এই গেম তৈরির ভাবনা।

সিমর তার মতো শিশুদের স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্য শিখতে সাহায্য করতে চায়, সেইসঙ্গে কেন খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় সেটাও জানাতে চায়।

সিমর গণিত এবং কোডিং পছন্দ করেন। বড় হয়ে একজন গেম ডেভেলপার হতে চায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠা নিয়ে সিমর খুব খুশি। ভবিষ্যতে সে এই ধরনের আরও রেকর্ডে নাম লেখাতে চায়।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৪ বার

উদ্যোগ সম্পর্কিত নিউজ


Card image

শুরু হল জিপি এক্সেলারেটর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩
Card image

নারীদের বৈষম্য থেকে সুরক্ষার প্রয়োজন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩