মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

চালকবিহীন গাড়ি আনছে বিএমডব্লিউ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১০:২৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আগামী বছরের মার্চে বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়িতে ‘লেভেল-৩’ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা যুক্ত হবে। ডিসেম্বর থেকে অগ্রিম ফরমাশ জানানো যাবে।

আগামী বছর ‘লেভেল-৩’ পর্যায়ের স্বয়ংক্রিয় (অটোমেটেড) ড্রাইভিং সুবিধা যুক্ত হতে যাচ্ছে বিএমডব্লিউ গাড়িতে। নির্দিষ্টসংখ্যক গাড়িতে নতুন এ সুবিধা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।  

শুক্রবার জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ জানায়, আগামী বছরের মার্চে বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়িতে ‘লেভেল-৩’ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা যুক্ত হবে। ডিসেম্বর থেকে অগ্রিম ফরমাশ জানানো যাবে।

সোসাইটি অব অটোমোবাইল ইঞ্জিনিয়ার্সের (এসএই) অটোমেটেড ড্রাইভিং মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী লেভেল ০ থেকে লেভেল ৫ পর্যন্ত বিভিন্ন পর্যায় রয়েছে। লেভেল-৩ অনুসারে, প্রায় চালকবিহীন গাড়ি চালানোর সুবিধা পাওয়া যায়। তবে এতে পূর্ণাঙ্গ অটোমেটেড ড্রাইভিং সুবিধা পাওয়া যায় না। তাই চালককে সব সময় সতর্ক থাকতে হয়।

কখনো কখনো চালককে গাড়ির নিয়ন্ত্রণের জন্য কাজ করতে হয়। একইভাবে লেভেল-৪ পর্যায়ে পূর্ণাঙ্গ অটোমেটেড ড্রাইভিং সুবিধা পাওয়া যায়। নির্দিষ্ট কোনো পরিস্থিতি ছাড়া চালককে গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। লেভেল-৫ হলো সর্বোচ্চ পর্যায়। এ পর্যায়ে চালক ছাড়াই গাড়ি চালানো সম্ভব।

বিএমডব্লিউয়ের সেভেন সিরিজে লেভেল-৩ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা পাওয়া যাবে শুধু জার্মানিতে। ফলে এ সিরিজের সব বিএমডব্লিউতে এ সুবিধাটি পাওয়া যাবে না। বিএমডব্লিউয়ের নতুন এই সুবিধায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চলবে। অন্ধকারেও গাড়ি চালানো যাবে।

পাশাপাশি গাড়ি চলার সময় চালক ই-মেইলের খসড়া তৈরি কিংবা ফোনকল করারও সুযোগ পাবেন। এ সুবিধা ব্যবহারের জন্য ফাইভ-জি সংযোগ, সুনির্দিষ্ট জিপিএস অবস্থান, ক্যামেরা, আলট্রাসনিক সেন্সর, রাডার, থ্রিডি লাইডার সেন্সরের প্রয়োজন হবে।

উল্লেখ্য, বিএমডব্লিউ এবং মার্সিডিজ বেঞ্জ তাদের গাড়িতে বাণিজ্যিকভাবে প্রথম লেভেল-৩ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা দিচ্ছে। টেসলায় লেভেল-২ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা ব্যবহার করা হয়। তবে ইলন মাস্ক বলেছেন, খুব শিগগিরই টেসলায় লেভেল-৪ ও লেভেল-৫ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা যুক্ত হবে। সূত্র: ম্যাশেবল ডটকম

সংবাদটি পঠিত হয়েছে: ৩১৬ বার

এ সম্পর্কিত আরও খবর