বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


টেলিকম

বিটিআরসি নতুন মহাপরিচালক মোহাম্মাদ খলিলুর রহমান

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:২০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

আদেশে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। নাসিম পারভেজ বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সেনাবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে সোমবার (১৮ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। নাসিম পারভেজ বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, বিটিআরসি হলো একটি স্বাধীন কমিশন, যা বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করে থাকে। সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২০০২ সালের ৩১ জানুয়ারি বিটিআরসি যাত্রা শুরু করে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬০ বার

টেলিকম সম্পর্কিত নিউজ