বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


অটোমোবাইল

বাজারে নতুন নিনজা মোটরসাইকেল আনল কাওয়াসাকি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৬:২৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

কাওয়াসাকি নিনজার নতুন বাইকে আছে ৩৯৯ সিসির লিকুইড-কুলড ইন-লাইন ফোর ইঞ্জিনে চলবে। এতে সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৭৯ বিএইচপি। টর্ক পাওয়া যাবে ৩৯ নিউটন মিটার। এই ইঞ্জিনটি একটি ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

বাজারে নতুন নিনজা মোটরসাইকেল নিয়ে এলো জাপানের বিখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি। মডেল নিনজা জেডএক্স-৪আর। এই বাইকটি ভারতে এক্স শোরুম মূল্য ৮ লাখ ৪৯ হাজার রুপি।

এই স্পোর্টস বাইকটি সিবিইউ মাধ্যমে ভারতে বিক্রি করা হবে। এই বাইকটি শুধুমাত্র একটি ট্রিমে পাওয়া যাচ্ছে।

কাওয়াসাকি নিনজার নতুন বাইকে আছে ৩৯৯ সিসির লিকুইড-কুলড ইন-লাইন ফোর ইঞ্জিনে চলবে। এতে সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৭৯ বিএইচপি। টর্ক পাওয়া যাবে ৩৯ নিউটন মিটার। এই ইঞ্জিনটি একটি ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

নিনজা জেডএক্স-৪আর মডেলটি একটি ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার ডিজাইন কাওয়াসাকির ওয়ার্ল্ড সুপারবাইক নিনজা জেডএক্স-১০আরআর রেসার এবং নিনজা জেডএক্স-১০আর এবং নিনজা জেডএক্স-৬আর মডেল থেকে অনুপ্রাণিত।

এই বাইকটি রিভার্স-ডাউন ফ্রন্ট ফর্ক এবং পিছনের মনোশক সাসপেনশন দিয়ে সাজানো। ব্রেকিং ডিউটির জন্য নতুন নিনজায় দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস।

এতে আরও রয়েছে টুইন ২৯০ মিলিমিটারের ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পেছনে একটি একক ২২০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। এটি ১৭ ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে সজ্জিত।

সংবাদটি পঠিত হয়েছে: ৫১ বার

অটোমোবাইল সম্পর্কিত নিউজ


Card image

স্পোর্টস এডিশনে এলো হোন্ডা এসপি ১২৫

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩
Card image

নতুন ২ স্পোর্টস বাইক আনল ইয়ামাহা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩
Card image

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩