১১ ঘন্টা আগে
১৩ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ডিভাইসটির দুটি ভার্সন রয়েছে, একটি ব্লুটুথ ও অন্যটি ই-সিম ভার্সন। ওয়াচ জিটিতে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড রয়েছে। এর মধ্যে পাঁচটি বিল্টইন মিনি গেম থাকবে, যা ঘড়িটিকে একটি ছোট গেম কনসোলে রূপান্তর করে বলে জানায় আইকিউওও।
চীনভিত্তিকি স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান আইকিউওও চলতি সপ্তাহে একটি ইভেন্টে ওয়াচ জিটি ও টিডব্লিউএস ওয়ানআই নামে দুটি নতুন ডিভাইস উন্মোচন করেছে। এর মধ্যে ওয়াচ জিটি ঘড়িটি কোম্পানির প্রথম এআই স্কয়ার স্মার্টওয়াচ বলে জানিয়েছে আইকিউওও।
স্মার্টওয়াচটি বিল্টইন ব্লু ওএস অপারেটিং সিস্টেম নিয়ে এসেছে এবং এর ব্যাটারি লাইফ ২১ দিনের। ঘড়িটি ইনডিপেনডেন্ট অনলাইন নেভিগেশন ও ই-সিম ক্লাউড মেসেজিং সমর্থন করে। ডিভাইসটির দুটি ভার্সন রয়েছে, একটি ব্লুটুথ ও অন্যটি ই-সিম ভার্সন। ওয়াচ জিটিতে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড রয়েছে। এর মধ্যে পাঁচটি বিল্টইন মিনি গেম থাকবে, যা ঘড়িটিকে একটি ছোট গেম কনসোলে রূপান্তর করে বলে জানায় আইকিউওও।
ডিভাইসটিতে ১ দশমিক ৮৫ ইঞ্চি উচ্চ মাত্রার বড় অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ঘড়িটির স্ট্র্যাপ কালো ও হলুদ রঙের কনট্রাস্টে পাওয়া যাবে। অর্থাৎ স্ট্র্যাপটি বাইরে কালো ও ভেতরে হলুদ। এটির ওজন ৩৩ গ্রাম হওয়ায় খুব সহজেই ব্যবহার করা যায় বলে দাবি কোম্পানির। ঘড়িটি বিভিন্ন ধরনের এআই ফাংশন সমর্থন করে।
ডিভাইসটিতে নোট নেয়ার জন্য একটি এআই-চালিত রিয়েলটাইম ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার রয়েছে। এছাড়া ঘড়িটিতে এআই দিয়ে ব্যবহারকারীরা ওয়াচ ফেস তৈরি করতে পারবেন। কোম্পানির দাবি, ঘড়িটি এ প্রাইস রেঞ্জের মধ্যে একমাত্র স্মার্টওয়াচ, যা বাইডু নেভিগেশন অ্যাপ সমর্থন করে। ডিভাইসটি হাঁটার সময় ব্যক্তির পদক্ষেপ, দূরত্বসহ রক্তের অক্সিজেনের মাত্রা, ঘুমের গুণমান এবং মাসিক চক্র পর্যবেক্ষণ করতে পারে। স্মার্টওয়াচটির ব্লুটুথ ভার্সনের মূল্য ধরা হয়েছে ৬৯ ডলার এবং ই-সিম ভার্সন ১১০ ডালার।
এছাড়া একই ইভেন্টে উন্মোচন করা আইকিউওওর টিডব্লিউএস ওয়ানআই ইয়ায়ফোনটি ৪৫ ঘণ্টার আল্ট্রা লং ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে কোম্পানিটি। সেই সঙ্গে ১০ মিনিটের দ্রুত চার্জ দিয়ে প্রায় ৩ ঘণ্টা মিউজিক প্লেব্যাক করা সম্ভব। ইয়ারফোনগুলো দুটি রঙে পাওয়া যাবে, একটি স্টার ইয়েলো এবং অন্যটি মেকা হোয়াইট। সূত্র: গিজচায়না।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...