মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


উদ্যোগ

আবারও নতুন মাইলফলক অর্জন করল প্রিয়শপ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, সকাল ৮:২৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বি-টু-বি ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রিয়শপ। তাদের লক্ষ্য হলো দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা; সাথে স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।

আবারও  নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। প্যাগাসাস টেক ভেঞ্চারের আয়োজনে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২৪’ এর চূড়ান্ত পর্বে শীর্ষ ১০-এ নির্বাচিত হয়েছে প্রিয়শপ। মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি বৈশ্বিক স্টার্টআপ মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরেছে।

এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান বলেন,  স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২৪-এর চূড়ান্ত পর্বে  অসংখ্য  স্টার্টআপেকে পেছনে ফেলে শীর্ষ ১০ এর মধ্যে স্থান পাওয়া আমাদের এবং বাংলাদেশ স্টার্টআপ সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সমর্থন করার জন্য আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে।

বাংলাদেশের বি-টু-বি ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রিয়শপ। তাদের লক্ষ্য হলো দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা; সাথে স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।

২০২১ সালের জুলাই মাসে আশিকুল আলম খান এবং দীপ্তি মন্ডলের নেতৃত্বে বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ শুরু হয়। এই প্রযুক্তিগত যোগাযোগের প্রবর্তনে, তারা বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেমে দীর্ঘসময় ধরে কাজ করে আসছে। তাদের লক্ষ্য হলো দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লক্ষ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা, সাথেই স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।

প্রিয়শপ বর্তমানে দেশের ১৩টি প্রধান অঞ্চলে, যেগুলির মধ্যে ঢাকা ও চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৫৫,০০০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরকে সেবা প্রদান করছে। প্রিয়শপ আগামীতে ১০ লক্ষেরও বেশি উদ্যোক্তাদেরকে স্মার্ট ডিস্ট্রিবিউশনে এম্বাডেড ফাইন্যান্স সেবা দেবে, যা রিটেইলারদের সাপ্লাই চেইন প্রসেসকে আরও সহজ এবং আধুনিক করবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৪১ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

বন্যা দুর্গতদের পাশে পাঠাও

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪