বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


গ্যাজেট

মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ-এস্তোনিয়া যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

বৈঠককালে তাঁরা দু-দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে নলেজ শেয়ারিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রীদ্বয় আইটি সেক্টরের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানব সম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আজ এস্তোনিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী Mr. Sven Mikser এর সাথে তাঁর রাজধানীর তাল্লিনস্থ অফিসে বৈঠক করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়া উভয় দেশের রয়েছে জাতিকে ডিজিটাল করার দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, আমাদের জানগণ স্মার্ট এবং  রয়েছে নতুন নতুন প্রযুক্তি গ্রহণের সক্ষমতা। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তথা ডিজিটাল জাতি গঠনে কার্যকরি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরদেশের আইটি সেক্টর কে শক্তিশালী করত বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুররুত্বারোপ করেন। 

সংবাদটি পঠিত হয়েছে: ৬১১৭ বার

গ্যাজেট সম্পর্কিত নিউজ