বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


বিশেষ প্রতিবেদন

বিপিও সম্মেলনে ৯টি সেমিনারে কে কে থাকছেন মূল বক্তা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: টেকওয়ার্ল্ড

দুই দিনের এই সম্মেলনে থাকছে ৯টি সেমিনার। এসব সেমিনারে থাকছে বিশ্বের বিপিও সফল কোম্পানির আইটি ব্যক্তিত্ব। চলুন দেখে নেয়া যাক প্রথম ও দ্বিতীয় দিনে কখন কোথায় কোন বিষয়ে সেমিনারগুলো হবে, কে সঞ্চালনা করবেন, কে মূল বক্তা হিসেবে থাকছেন, আলোচক হিসেবে কারা থাকছেন কোন সেমিনারে। এসব বিষয়ে বিস্তারিত এখানে তুলে ধরা হলো।

করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর দেশের আউটসোর্সিং খাত নিয়ে পঞ্চমবারের মত আয়োজিত হচ্ছে বিপিও সামিট। তবে এবারই প্রথমবারের মত বিভাগীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে। সাতটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় বিপিও সামিট আয়োজনের পর চূড়ান্তভাবে ঢাকায় আয়োজিত হচ্ছে কেন্দ্রীয় বিপিও সামিট।

আগামী শনিবার (২২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে পঞ্চমবারের মতো আয়োজিত এই বিপিও সম্মেলন ২০২৩ এর চূড়ান্ত আসর। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে এই আয়োজন।  

দুই দিনের এই সম্মেলনে থাকছে ৯টি সেমিনার। এসব সেমিনারে থাকছে বিশ্বের বিপিও সফল কোম্পানির আইটি ব্যক্তিত্ব। চলুন দেখে নেয়া যাক প্রথম ও দ্বিতীয় দিনে কখন কোথায় কোন বিষয়ে সেমিনারগুলো হবে, কে সঞ্চালনা করবেন, কে মূল বক্তা হিসেবে থাকছেন, আলোচক হিসেবে কারা থাকছেন কোন সেমিনারে। এসব বিষয়ে বিস্তারিত এখানে তুলে ধরা হলো।

সম্মেলনের প্রথম দিন শনিবার বিকাল আড়াইটাই ইন্টার কন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘বিপিও: অ্যা প্রোমিসিং ক্যারিয়ার পাথ ফর ইয়ুথ’ শিরোনামে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। চলবে চারটা পর্যন্ত। 

অধিবেশনটি সঞ্চালনা করবেন ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কন্সাল্টেন্সির চিফ ইন্সপাইরেশিওনাল অফিসার গোলাম সামদানি ডন। মূল বক্তা হিসেবে থাকবেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আলোচক হিসেবে থাকবেন বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দিন আহমেদ, উদ্যোক্তা সোলায়মান সুখন,  উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া খালেদা নীলা ও 'নিজের বলার মতো একটা গল্প' ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  ইকবাল বাহার জাহিদ।

একই সময়ে ক্রিস্টাল বল রুমে ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইনান্স আউটসোর্সিং: চ্যালেঞ্জ  অ্যান্ড অপরচুনিটিজ ফর বাংলাদেশ অ্যান্ড কিওয়ে ফরওয়ার্ড’ শিরোনামে দ্বিতীয় অধিবেশন চলবে। শেষ হবে চারটায়। অধিবেশনটি সঞ্চালনা করবেন মিস মারিয়া হাওলাদার। মূল বক্তা হিসেবে থাকবেন মি. আনানড সুব্রামানিয়ান। 

আলোচক হিসেবে থাকবেন মনস্টার্ড-এর  ব্যবস্থাপনা পরিচালক রাশিদুজ্জামান খান দিপ্ত, টাস্কওয়াজ বিডি ইনসুরেন্স এর সিইও রেজওয়ানা আফরিন খন্দকার, ট্যাক্স এসিআর অ্যান্ড ট্যাক্স পিওএস আর্নস অ্যান্ড ইয়ং-এর প্রিন্সিপাল পারভিন রুবেরু ও এফসিএ-এর পার্টনার মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এফসিএ ও আইসিএবি এর প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএমএ ও আইসিএমএবি-এর প্রেসিডেন্ট আব্দুর রহমান খান।

বিকেল চারটায় ইন্টার কন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘কানেক্টিং  বাংলাদেশ’স বিপিও ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডওয়াইড: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। চলবে ছয়টা পর্যন্ত। অধিবেশনটি সঞ্চালনা করবেন  বেসিসের  সহ-সভাপতি (প্রশাসন)  আবু দাউদ খান। মূল বক্তা হিসেবে থাকবেন গ্লোবাল বিপিও সল্যুশনসের সিইও ড্যানিশ গুয়েটিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান ইউনিয়ন এম্বাসেডর এইচ ই মি. চার্লস হোয়াটলে।

আলোচক হিসেবে থাকবেন আস্থা আইটি সিইও হাসনায়েন রিজভি রহমান, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা, অ্যাডকমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মুসনাদ ই আহমেদ এবং টকেনো হ্যাবেনের প্রতিষ্ঠাতা ও সিইও  হাবিবুল্লাহ এন করিম।

একই সময়ে ক্রিস্টাল বল রুমে ‘ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাডেমিয়া: বিল্ডিং বিপিও’স ফিউচার লিডারস’ শিরোনামে চতুর্থ অধিবেশন চলবে। শেষ হবে সন্ধ্যা ছয়টায়। অধিবেশনটি সঞ্চালনা করবেন   প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান। মূল বক্তা হিসেবে থাকবেন ইউনির্ভাসিটি অব ঢাকার আইবিএ-এর প্রফেসর রিদওয়ানুল হক। প্রধান অতিথি থাকবেন ইউজিসির মেম্বার সাজ্জাদ হোসেন।

আলোচক হিসেবে থাকবেন জিপির হেড অব এইচআর সৈয়দ তানভির হোসাইন, কালচার অ্যান্ড ইনক্লুশনের হেড অব টেলেন্ট সাদ জসিম, ইপিডি ও এসইআইপির হেড ফাতেমা রহিম ভেনা, গ্রাফিকপিপলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ এলাহি, ইডিজিই প্রোজেক্টের ডিরেক্টর  মিস নাহিদ সুলতানা মালিক।

সম্মেলনের প্রথম দিন সকাল ১১টায় ইন্টার কন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘অ্যাডাপ্টিং বিপিও ফর দি এজ অব এআই’ শিরোনামে পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হবে। চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত।  অধিবেশনটি সঞ্চালনা করবেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। মূল বক্তা হিসেবে থাকবেন ডা. অনন্যা রায়হান। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিটিআরসির কমিশনার প্রফেসর শেখ রিয়াজ আহমেদ।

আলোচক হিসেবে থাকবেন ফরেন মিনিস্ট্রির আইসিটি উইংসের ডিজি ড. সৈয়দ মুনতাসির মামুন,  ব্রেইন স্টেশন ২৩ লিমিটেডের সিইও রাইসুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ চেয়াম্যান ও প্রফেসর ড. লাফিফা জামাল, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর  মঈনুল হাসান এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা মাহবুব।

একই সময়ে ক্রিস্টাল বল রুমে ‘টুগেদার টুওয়ার্ডস প্রোগ্রেস: ইউনিফায়িং ইফোর্টস ফর অ্যা স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে ষষ্ঠ অধিবেশন চলবে। শেষ হবে দুপুর সাড়ে বারোটায়। অধিবেশনটি সঞ্চালনা করবেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। মূল বক্তা হিসেবে থাকবেন ড. এম মাসরুর রিয়াজ। প্রধান অতিথি হিসেবে থাকবেন আইসিটি ডিভিশনের সেক্রেটারি মো. সামসুল আরেফিন।

আলোচক হিসেবে থাকবেন বেসিস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, আইএসপিএবি প্রেসিডেন্ট ইমদাদুল হক, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, বাক্যর প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ ও এমসিসিআই-এর ডিরেক্টর নাহিদ কবির।

দুপুর দেড়টায় ক্রিস্টাল বল রুমে ‘বায়ার রেসপেক্টিভ: সিলেক্টিং দ্য পারফেক্ট পার্টনার’ শিরোনামে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বারোটায়। অধিবেশনটি সঞ্চালনা করবেন বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু। মূল বক্তা থাকবেন মি. মুসনাদ ই আহমেদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন ইপিবি-এর ভাইস চেয়ারম্যান এএইচএম আহমেদ।

আলোচক হিসেবে থাকবেন বিসিসি-এর ইডি রনজিৎ কুমার, নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, এসইবিপিও এর চিপ অপারেশন অফিসার আকরাম হোসাইন, সিনার্জি সলিউশনের সিইও আরমান কবির, দ্য লিগাল সার্কেল বাংলাদেশের ম্যানেজিং পার্টনার অনিতা গাজি রহমান ও  মো. মোস্তাফা কামাল।

বিকেল দুইটায় ইন্টার কন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘স্মল আইডিয়া, বিগ ইম্প্যাক্ট: দ্য পাথ ফ্রম ফ্রিল্যান্স টু এন্টারপ্রিনিউরশিপ’ শিরোনামে অষ্টম  অধিবেশন অনুষ্ঠিত হবে। চলবে বিকেল তিনটা পর্যন্ত। অধিবেশনটি সঞ্চালনা করবেন সাইদুর মামুন খান। মূল বক্তা থাকবেন ভিসার এক্স লিমিটেডের সিইও ফয়সাল মোস্তাফা। প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাক্যর ডিরেক্টর ও বিএফডিএস-এর চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেডের সিইও মো. আহসান হাবিব, এমারজিনা টেকনোলজিসের সিইও এমারজিনা ইসলাম, কোডম্যানবিডি সিইও মিনহাজুল আসিফ, পেওনিয়ার বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাফিউর রহমান এবং আস্ক টেলিকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সায়মা সাখাওয়াত।

বিকেল দুইটায়  ক্রিস্টাল বল রুমে ‘পাওয়ারিং মার্কেট গ্রোথ: প্রোসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে নবম  অধিবেশন অনুষ্ঠিত হবে। চলবে বিকেল চারটা পর্যযন্ত। অধিবেশনটি সঞ্চালনা করবেন আমনুল হক।  মূল বক্তা থাকবেন রাশেদ মুজিব নোমান। প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আলোচক হিসেবে থাকবেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিম,  চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিইও এস এম জিয়াউল হক, বিটিআরসির ডিজি  ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর ও উইসডম ভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

বিকেল পাঁচটায় দুই দিনের আয়োজনের সমাপনী অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা সাতটায়। 

২০২৫ সালের মধ্যে এক লাখ লোকের কর্মসংস্থান, ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ও প্রস্তুতি, মুক্ত পেশাজীবী থেকে উদ্যোক্তা হওয়ার কৌশল বিষয়ক আলোচনা এবং  বিপিও শিল্পখাতের অর্জন ও সম্ভাবনা দেশের মানুষের সামনে তুলে ধরতে রাজধানীতে দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

দেশের  আউটসোর্সিং শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)-এর উদ্যোগে ও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিজনেস প্রোমোশন কাউন্সিল-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে আয়োজিত হয়েছে বিপিও শিল্পের এই শীর্ষ সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ ২০২৩। 

সংবাদটি পঠিত হয়েছে: ১৪৪ বার

বিশেষ প্রতিবেদন সম্পর্কিত নিউজ