মঙ্গলবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ


টিপস

গুগলে দ্রুত সার্চ করার কলাকৌশল

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

কোন তথ্য জানা প্রয়োজন? নতুন কোন কাজ শিখতে চান? ঘরে বসে পণ্য অর্ডার করতে চান? আমরা বলি, ‘গুগল করো।’ গুগল যেন পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যাপারটা এমন গুগলে সার্চ করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তবে একই ধরনের একাধিক তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়াটা বেশ ঝক্কি এবং সময় সাপেক্ষ। তবে কিছু কৌশল অবলম্বন করলে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সম্ভব। এ ধরনের পাঁচটি কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক:

কোন তথ্য জানা প্রয়োজন? নতুন কোন কাজ শিখতে চান? ঘরে বসে পণ্য অর্ডার করতে চান? আমরা বলি, ‘গুগল করো।’ গুগল যেন পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যাপারটা এমন গুগলে সার্চ করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

তবে একই ধরনের একাধিক তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়াটা বেশ ঝক্কি এবং সময় সাপেক্ষ। তবে কিছু কৌশল অবলম্বন করলে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সম্ভব। এ ধরনের পাঁচটি কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক:

নির্দিষ্ট বিষয়ে দ্রুত অনুসন্ধান

যে বিষয়ে খোঁজ নিতে চান সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খোঁজা। যেমন: কোন ছাত্র বৃটিশ কাউন্সিল থেকে আইইএলটিএস দিতে চায়। সে যদি বৃটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে Take an exam এ ক্লিক করে তাহলে Take IELTS with British Council অপশন পেয়ে যাবে। সেখান থেকে আইএলটিএস সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবে।

ওয়ার্ড বা পিডিএফ ফাইল

ওয়ার্ড বা পিডিএফ ফাইল সার্চ করতে চাইলে কিওয়ার্ডে filetype:pdf বা filetype:docx লিখে সার্চ করতে হবে। যদি গবেষণাপত্র সম্পর্কে কোন তথ্য জানার থাকে, তবে sample of the Thesis filetype:docx লিখে সার্চ করলেই অনলাইনে থাকা বিভিন্ন গবেষণাপত্রের ফাইল দেখা যাবে।

তারিখ অনুযায়ী অনুসন্ধান

ধরা যাক, আপনি শাহরুখ খানের একজন নতুন ভক্ত। শাহরুখ খানের বিশ কিছু সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এখন আপনি তার প্রথম জীবনের কিছু সিনেমা দেখতে চান। আপনি যদি ‘মুভিস অব শাহরুখ খান’ লিখে সার্চ করেন তাহলে তার সারা জীবনের সব ছবির নাম একসাথে দেখতে পাবেন। তখন পুরোনো সিনেমা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই তথ্যটা জেনে নেন তিনি কত সাল থেকে সিনেমায় কাজ শুরু করেন। আর সেই সাল অনুযায়ী সার্চ করেন তাহলে কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন।

এ জন্য google.com এ যেয়ে ‘মুভিস অব শাহরুখ খান’ লিখে সার্চ চাপতে হবে। ফলাফল দেখা গেলে সার্চ বারের নিচে থাকা Tools মেনুতে ক্লিক করলে Any time এবং All time নামের দুটি অপশন দেখা যাবে। এবার Any time অপশনে ক্লিক করলেই আগে থেকে নির্দিষ্ট করা বেশ কিছু সময়ের তালিকা দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী সময় নির্বাচন করলেই নির্দিষ্ট সময়ের তথ্য খুঁজে দেবে গুগল। 

সময় গণনা

গুগল সার্চে টাইমারের এ সুবিধা আছে। গুগল সার্চ বারে timer লিখে সার্চ করলেই পাঁচ মিনিটের একটি ডিফল্ট টাইমার ঘড়ি দেখা যাবে। নিচে থাকা Start বোতাম চাপলে সময় গণনা শুরু হবে। কাজের প্রয়োজনে একাধিকবার সময় গণনা সুবিধা ব্যবহার করা যাবে। টাইমার ঘড়ির পাশেই স্টপওয়াচ ব্যবহারের সুযোগ আছে ।

অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে খোঁজা

গুগলে তথ্য খোঁজার সময় অপ্রাসঙ্গিক বিভিন্ন ফলাফলও দেখা যায়। এ জন্য তথ্য খোঁজার সময় বিয়োগ চিহ্ন (-) লিখে অপ্রয়োজনীয় কিওয়ার্ডগুলো বাদ দিতে হবে। উদাহরণস্বরূপ,  i phone price in Uk- 13 Max pro। ফলে 13 Max pro বাদ দিয়ে ফলাফল দেখাবে গুগল। যদি শুধু I phone 14 এর দাম জানতে চান, তবে i phone ও –এর সামনে 14 লিখে একটি যোগ চিহ্ন দিতে হবে। অর্থাৎ i phone price in UK + I phone 14  লিখলে i phone 14 সিরিজের ফলাফল দেখাবে গুগল।


সংবাদটি পঠিত হয়েছে: ৫১৬ বার

এ সম্পর্কিত আরও খবর