বৃহস্পতিবার

ঢাকা, ৫ অক্টোবর ২০২৩

লেটেস্ট আপডেট


উদ্যোগ

১০০ উদ্ভাবকের তালিকায় বাংলাদেশের ‘মনের বন্ধু’

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৬:১১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক
Card image

Card image

ছবি: সংগৃহীত

ফ্যাশন শিল্পকে টেকসই করতে এই খাতে অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ ১০০ ব্যক্তিকে নিয়ে ‘দ্য ভোগ বিজনেস ১০০ ইনোভেটরস’ শীর্ষক এই তালিকা প্রকাশ করা হয় প্রতিবছর।

অ্যাপে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে বিশ্বের স্বনামে ধন্য ১০০ উদ্ভাবকদের তালিকায় জায়গা করে নিয়েছেন ‌‘মনের বন্ধু’-এর প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা। এ তালিকায় তাকে ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে তাকে অভিহিত করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভোগ ম্যাগাজিন।

ফ্যাশন শিল্পকে টেকসই করতে এই খাতে অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ ১০০ ব্যক্তিকে নিয়ে ‘দ্য ভোগ বিজনেস ১০০ ইনোভেটরস’ শীর্ষক এই তালিকা প্রকাশ করা হয় প্রতিবছর। আর দেশের পোশাক শিল্প খাতের শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে এই শিরোপা পেলেন তৌহিদা শিরোপা।

এমন সাফল্য শিরোপাকে করেছে আরও আত্মপ্রত্যয়ী। তিনি বলেছেন, ভোগ বিজনেস ১০০ উদ্ভাবকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অবশ্যই আমার জন্য এক ভীষণ সম্মানের। বাংলাদেশের নাম, মনের বন্ধু ও স্টার্টআপকে প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে। আমি মনেকরি, মনের বন্ধু বাংলাদেশের তৈরি-পোষাক শিল্পে যে উল্লেখযোগ্য পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে, এ স্বীকৃতি সে পরিবর্তনকে আরও গতিশীল করবে।

মানসিক সুস্থতা ও স্বাস্থ্যসেবা নিয়ে মনের বন্ধু ২০১৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। অনলাইন এবং অফলাইনে যে কেউ এই সেবা নিতে পারছেন।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘কল ফর নেশন’ প্ল্যাটফর্মের উদ্যোগে ২০২০ সালে আয়োজন করা হয় ‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথন। এতে মেন্টাল হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয় ‘মনের বন্ধু’। মানসিক স্বাস্থ্যের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির আইডিয়া দিয়ে মনের বন্ধু এই হ্যাকাথনে বিজয়ী হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’-এ তালিকাভুক্ত হয়েছেন।

তালিকা প্রকাশের বিবৃতিতে ভোগ উল্লেখ করেছে, ‌‘‘যে সব নেতাবৃন্দ, প্রতিষ্ঠাতা এবং কর্মীরা ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তির নাম নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকাটি।”

এই বছর ‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের’ ৫টি বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সেগুলো হচ্ছে- ‘টেক অ্যান্ড ওয়েব৩ ইনোভেটরস’, ‘সাসটেইনেবিলিটি থট লিডারস’, ‘নেক্সট-জেনার এন্টারপ্রেনারস অ্যান্ড অ্যাজিটেটরস’, ‘বিউটি ডিসরাপ্টারস’ এবং ‘চ্যাম্পিয়নস অব চেঞ্জ’।

সংবাদটি পঠিত হয়েছে: ৬০ বার

উদ্যোগ সম্পর্কিত নিউজ


Card image

শুরু হল জিপি এক্সেলারেটর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩
Card image

নারীদের বৈষম্য থেকে সুরক্ষার প্রয়োজন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩