সাবমেরিন ক্যাবল কেটে মাইক্রোসফট আজুর সেবা ব্যাহত

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪

সাবমেরিন ক্যাবল কেটে মাইক্রোসফট আজুর সেবা ব্যাহত

লোহিত সাগরে সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার ঘটনায় মাইক্রোসফট আজুর -এর সেবায় বিঘ্ন ঘটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের রুট দিয়ে যাওয়া ইন্টারনেট ট্র্যাফিক বর্তমানে ধীরগতির শিকার হলেও বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ সচল রাখা হয়েছে।

মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, “আজুর ব্যবহারকারীদের জন্য মধ্যপ্রাচ্যের রুটে ইন্টারনেট ট্র্যাফিক ধীর হতে পারে। তবে যেসব সেবা এই রুট অতিক্রম করছে না, সেগুলোতে কোনো প্রভাব পড়বে না।”

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, লোহিত সাগরে ক্যাবল কেটে যাওয়ার ফলে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক নেটওয়ার্কে সমস্যা তৈরি হয়েছে। 

পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা উপকূলের কাছে এই ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পিক আওয়ারে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন এমন হয়?

সমুদ্রতলদেশীয় এই ক্যাবলগুলো মহাদেশ থেকে মহাদেশে ডেটা আদান-প্রদান করে। এগুলোকে বৈশ্বিক ইন্টারনেটের “ব্যাকবোন” বলা হয়। ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে কয়েকটি অঞ্চলের সংযোগ পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে।

এর আগেও লোহিত সাগরে এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কয়েকটি ক্যাবল কেটে যাওয়ায় এশিয়া ও ইউরোপের মধ্যে ইন্টারনেট ট্র্যাফিকে বড় ধরনের ব্যাঘাত ঘটে। সে সময় ইয়েমেন সরকারের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা কেবল ধ্বংস ও জাহাজে হামলার পরিকল্পনা করছে। তবে হুথিরা অভিযোগ অস্বীকার করে।

এমনকি বাল্টিক সাগরেও ২০২২ সালের পর থেকে কেবল ও গ্যাস পাইপলাইনে রহস্যজনক ক্ষতির ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে নাশকতার সন্দেহ করছে স্থানীয় কর্তৃপক্ষ।