অতিরিক্ত ব্যাটারি ব্যবহারকারী অ্যাপ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে গুগল
গুগল অযথা বেশি ব্যাটারি ব্যবহার করা অ্যান্ড্রয়েড অ্যাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। নতুন উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবে কোন অ্যাপ কতটুকু ব্যাটারি ব্যবহার করছে।
সম্প্রতি ‘অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগ’-এ এক পোস্টে গুগল এই পরিকল্পনার কথা জানিয়েছে। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, গুগল একটি নতুন ‘মেট্রিক’ চালু করতে যাচ্ছে, যা অ্যাপ ডেভেলপারদের ব্যাটারি ব্যবহারের ওপর নজর রাখতে সহায়তা করবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ডেভেলপার যদি ধারাবাহিকভাবে গুগলের ব্যাটারি ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘন করে, তবে প্লে স্টোর ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে। এই বিধি ২০২৬ সালের ১ মার্চ থেকে কার্যকর হবে।
এই মেট্রিক বিশেষভাবে নজর রাখবে ‘ওয়েক লক’-এর ওপর। ওয়েক লক ঘটে যখন কোনো অ্যাপ ফোনকে ‘স্লিপ মোড’-এ যেতে দেয় না এবং স্ক্রিন বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। গুগল বলছে, ব্যাটারি খরচের অন্যতম প্রধান কারণ হলো ওয়েক লক।
এ জন্য কোম্পানি একটি সীমা নির্ধারণ করেছে, যা ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপের গ্রহণযোগ্যতা ঠিক করবে। নিয়ম অনুযায়ী, যদি কোনো অ্যাপের ব্যবহারকারীর সেশন ২৪ ঘণ্টায় দুই ঘণ্টার বেশি ওয়েক লক ধরে রাখে, তবে সেটিকে অতিরিক্ত ব্যাটারি খরচ হিসেবে গণ্য করবে গুগল।
তবে কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে, বিশেষ করে যখন ফোনের ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া ব্যবহারকারীর সুবিধা দেয়-যেমন অডিও প্লেব্যাক বা ডেটা স্থানান্তরের সময়।
যদি কোনো ডেভেলপার ওয়েক লকের মূল সমস্যা সমাধান না করে, তবে প্লে স্টোরে তার জন্য স্পষ্ট সতর্কবার্তা দেখানো হবে। লেবেলে লেখা থাকবে-‘এই অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম বেশি হওয়ায় ব্যাটারি দ্রুত শেষ হতে পারে’।
সতর্কবার্তা ব্যবহারকারীদের নতুন অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত রাখার পাশাপাশি, কিছু ক্ষেত্রে গুগল আরও কড়া পদক্ষেপ নেবে। সমস্যাযুক্ত অ্যাপগুলো নির্দিষ্ট সার্চ বিভাগে প্রদর্শিত হবে না।
সূত্র: এনগ্যাজেট