ন্যানো বানানা ও এআই টেমপ্লেটে গুগল ফটোস এখন আরও স্মার্ট
ছবি সম্পাদনা আর সৃজনশীলতা এখন আরও মসৃণ হচ্ছে গুগল ফটোসে। নতুন আপডেটের সঙ্গে যুক্ত হয়েছে গুগলের জেমিনি এআই মডেল, যার ন্যানো বানানা ইমেজ ইঞ্জিন ব্যবহারকারীদের সহজ ভাষায় ছবি পরিবর্তন ও তৈরি করতে সাহায্য করবে।বর্তমানে এআই-চালিত টেমপ্লেটের মাধ্যমে ছবি সম্পাদনা আরও দ্রুত, স্মার্ট ও রোমাঞ্চকর হয়ে উঠেছে।
স্বাভাবিক ভাষায় সম্পাদনা
ন্যানো বানানা হলো গুগলের উন্নত ইমেজ সম্পাদনা মডেল। এতে ব্যবহারকারীরা শুধু নির্দেশনা দিয়ে ছবি পরিবর্তন বা ঠিক করতে পারবেন। উদাহরণস্বরূপ, ‘চশমা সরাও’, ‘চোখ খোলো’, ‘এঞ্জেলকে হাসাও’, ‘মোশন ব্লার ও সফট করো’-এ ধরনের কমান্ড দেওয়া যাবে। ন্যানো বানানা ফেস শনাক্তকরণ সুবিধা ব্যবহার করে সঠিক ব্যক্তির ছবি পরিবর্তন করে এবং এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে নিখুতভাবে কাজ করে।
আইওএসে নতুন ফিচার
আইওএস ব্যবহারকারীরাও নতুন ফটো এডিটর ব্যবহার করতে পারবেন। কণ্ঠ বা লেখা ব্যবহার করে সহজভাবে সম্পাদনার নির্দেশ দেওয়া যাবে। গুগল জানিয়েছে, ‘নতুন ফটো এডিটরটি সহজ সংকেত, এক-ট্যাপ সাজেশন এবং সহজ ভাষা সমর্থন করবে।’
এআই টেমপ্লেট দিয়ে ছবি রূপান্তর
ফটোস অ্যাপের ‘ক্রিয়েট’ ট্যাবে নতুন ‘ক্রিয়েট উইথ এআই’ সেকশন যুক্ত হয়েছে। ন্যানো বানানা চালিত রেডিমেড এআই টেমপ্লেট ব্যবহার করে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ ছবি তৈরি করতে পারবেন, যেমন ‘হাই ফ্যাশন ফটোশুটে আমাকে রাখো’, ‘প্রফেশনাল হেডশট তৈরি করো’ বা ‘শীতকালীন হলিডে কার্ডে আমাকে রাখো’।
কনভারসেশনাল অনুসন্ধান সুবিধা
নতুন আপডেটে ‘আস্ক ফটোস’ ফিচারও উন্নত হয়েছে, যা ব্যবহারকারীদের আলাপধর্মী প্রশ্নের মাধ্যমে ফটো লাইব্রেরি অনুসন্ধান করতে সাহায্য করবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া