অ্যাপলের ‘আইফোন পকেট’ : আইফোন বহনের বিলাসী স্টাইল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৯

অ্যাপলের ‘আইফোন পকেট’ : আইফোন বহনের বিলাসী স্টাইল
ছবি : অ্যাপল

প্রযুক্তিপ্রেমীদের অবাক করে আবারও অদ্ভুত এক পণ্য এনেছে অ্যাপল। এবার তারা তৈরি করেছে এমন এক ব্যাগ, যা শুধু ফোন রাখার জন্য। দেখতে অনেকটা বোনা মোজার মতো হলেও কোম্পানিটি একে বলছে ফ্যাশন আর প্রযুক্তির নতুন সংমিশ্রণ। নাম দিয়েছে ‘আইফোন পকেট’।

এই ব্যাগটি তৈরি করেছে জাপানের বিখ্যাত ডিজাইনার ইসেই মিয়াকের স্টুডিও। সীমিত সংস্করণের এই পণ্যের দাম ২২৯.৯৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা। এটি নীল, বাদামি ও কালো রঙে পাওয়া যাবে। ছোট সংস্করণও আছে, যার দাম ১৪৯.৯৫ ডলার। সেই সংস্করণে রয়েছে আরও উজ্জ্বল রঙের বিকল্প- কমলা, হলুদ, বেগুনি, গোলাপি ও ফিরোজা। ছোট ব্যাগটি হাতে ঝুলিয়ে বা ব্যাগে বেঁধে ব্যবহারের উপযোগী।

অ্যাপল জানায়, এই ব্যাগের ত্রি-মাত্রিক বোনা নকশা এসেছে একটি সাধারণ কাপড়ের ভাবনা থেকে। লক্ষ্য ছিল এমন একটি অতিরিক্ত পকেট তৈরি করা, যাতে যেকোনো মডেলের আইফোনের সঙ্গে দৈনন্দিন ছোট জিনিসপত্রও রাখা যায়। অর্থাৎ, এটি কোম্পানির আগের ৫৯ ডলারের আইফোন স্ট্র্যাপের চেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন।

ইসেই মিয়াকের ডিজাইন পরিচালক ইয়োশিউকি বলেন,‘আইফোন পকেট ব্যবহারকারীরা হলো আইফোনের সঙ্গে সম্পর্কের এক প্রতীক। এটি সৌন্দর্য, ব্যবহারিকতা এবং নিজের স্টাইলে আইফোন বহনের আনন্দেরই বহি:প্রকাশ।’

তবে অনেকেই মনে করছেন, এটি ২০০৪ সালে স্টিভ জবসের উন্মোচিত ‘আইপড সক’র নতুন সংস্করণ ছাড়া কিছু নয়। তখন জবস মজার ছলে বলেছিলেন, এটি ‘বিপ্লবাত্মক এক পণ্য’।

নতুন আইফোন পকেট আগামিকাল (১৪ নভেম্বর) থেকে অনলাইনে বিক্রির জন্য উন্মুক্ত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, ইতালি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু অ্যাপল স্টোরেও পাওয়া যাবে।

তবে দাম আর ডিজাইন দেখে অনেকেই প্রশ্ন তুলছেন-অ্যাপলের এই নতুন ব্যাগ সত্যিই প্রয়োজনীয় কিনা, নাকি শুধু শো-অফ করার নতুন উপকরণ?

সূত্র : দ্য ভার্জ