নিজস্ব এআই স্টার্টআপ গড়ার লক্ষ্যে মেটা ছাড়ছেন ইয়ান লেকুন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৫০

নিজস্ব এআই স্টার্টআপ গড়ার লক্ষ্যে মেটা ছাড়ছেন ইয়ান লেকুন

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ইয়ান লেকুন এখন প্রযুক্তি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন মেটার প্রধান এআই বিজ্ঞানী হিসেবে কাজ করা লেকুন ঘোষণা দিয়েছেন যে তিনি মেটা ত্যাগ করে নিজস্ব একটি এআই স্টার্টআপ গঠন করবেন। ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী তিনি আগামী কয়েক মাসের মধ্যে পদত্যাগ করবেন এবং নতুন উদ্যোগের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন।

লেকুন শুধু মেটার নয়, গোটা এআই জগতের এক সুপরিচিত নাম। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক, মেটার সিনিয়র রিসার্চার এবং ২০১৮ সালে এ.এম. টারিং পুরস্কার পেয়েছেন, যা অনেকেই ‘কম্পিউটার বিজ্ঞানের নোবেল’ হিসেবে অভিহিত করেন। তার ভবিষ্যৎ উদ্যোগের মূল লক্ষ্য হবে ‘ওয়ার্ল্ড মডেলস’ ধারার একটি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, যা নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে অভ্যন্তরীণ ধারণা গড়ে তুলে কারণ-ফল বিশ্লেষণ করতে এবং ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল অনুমান করতে সক্ষম হবে।

এই ধারণার উপর গুগল ডিপমাইন্ড ও স্টার্টআপ ওয়ার্ল্ড ল্যাবস ইতিমধ্যেই কাজ করছেন, তবে বিশ্লেষকরা মনে করেন লেকুনের গবেষণা এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। সূত্রগুলো বলছে তিনি নতুন প্রকল্পে নিয়ে কীভাবে কাজ করবেন এবং কোন কোন প্রযুক্তিগত দিকগুলোকে অগ্রাধিকার দেবেন সে সম্পর্কেও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছেন।

লেকুনের প্রস্থান মেটার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে এআই গবেষণার একটি বড় পুনর্গঠন করেছে এবং “Meta Superintelligence Labs (MSL)” নামে একটি ইউনিট গঠন করেছে। ওই ইউনিটে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অন্তত ৫০ জন প্রকৌশলী ও গবেষক নিয়োগ দেওয়া হয়েছে বলে খবর আছে। লেকুন কেবল একজন গবেষক নন, মেটার গবেষণামুখী ভাবমূর্তির অন্যতম ভিত্তি ছিলেন এবং তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটির প্রাথমিক এআই গবেষণা বিভাগ গড়ে উঠেছিল।

লেকুন বছরের পর বছর বড় ভাষা মডেলকে ঘিরে সন্দিহান মনোভাব প্রকাশ করে আসেছেন। তিনি এক্স-এ লিখেছেন, প্রথমে আমাদের এমন একটি ব্যবস্থা তৈরি করা উচিত যা একটি বিড়ালের মতো বোধসম্পন্ন, তারপর মানুষের চেয়ে স্মার্ট সিস্টেম নিয়ন্ত্রণের উপায় খোঁজা যায়। এই মন্তব্য থেকে দেখা যায় তিনি স্বল্পমেয়াদি বাণিজ্যিক প্রতিযোগিতার বদলে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি গবেষণাকে গুরুত্ব দেন।

মেটা এখনও লেকুনের পদত্যাগ বা তার ভবিষ্যৎ উদ্যোগ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রযুক্তি বিশ্লেষকরারা বলছেন লেকুনের নতুন স্টার্টআপ আগামী দিনের এআই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে এবং মেটার জন্য এটি একটি যুগের সমাপ্তি ও অনিশ্চয়তার শুরু হতে পারে।