২৫ মিনিট আগে
২ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
লেনোভো তাদের জনপ্রিয় ইয়োগা সিরিজে নতুন সংযোজন হিসেবে সৌরবিদ্যুতে চালিত একটি ল্যাপটপ আনতে যাচ্ছে, যার প্রধান আকর্ষণ হলো সোলার প্যানেলযুক্ত ঢাকনা। এই প্রযুক্তির ফলে, ল্যাপটপটি চালু থাকা অবস্থায় কিংবা বন্ধ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে সক্ষম হবে।
প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে লেনোভো, কারণ প্রতিষ্ঠানটি সৌরশক্তিচালিত ল্যাপটপ আনার পরিকল্পনা করছে।
ধারণা করা হচ্ছে, আগামীকাল সোমবার থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ইভেন্টে লেনোভো তাদের নতুন এই কনসেপ্ট ল্যাপটপ উন্মোচন করবে। পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি গুরুত্ব দিয়ে তৈরি এই ল্যাপটপ সৌরশক্তির মাধ্যমে কাজ করবে, যা ভবিষ্যতে ল্যাপটপের বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে আনতে পারে।
অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য পর্যালোচন করে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক এভান ব্লাস। শুধু তাই নয়, খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) সৌরবিদ্যুতে চলা ল্যাপটপটির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি লেনোভো।
এভান ব্লাসের তথ্য মতে, লেনোভো তাদের জনপ্রিয় ইয়োগা সিরিজে নতুন সংযোজন হিসেবে সৌরবিদ্যুতে চালিত একটি ল্যাপটপ আনতে যাচ্ছে, যার প্রধান আকর্ষণ হলো সোলার প্যানেলযুক্ত ঢাকনা। এই প্রযুক্তির ফলে, ল্যাপটপটি চালু থাকা অবস্থায় কিংবা বন্ধ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে সক্ষম হবে।
এটি বিশেষভাবে নির্মিত হয়েছে বিদ্যুৎ নির্ভরতা কমানোর জন্য, যা পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, সৌর প্যানেলের মাধ্যমে ল্যাপটপের ব্যাটারি পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
বিভিন্ন সময়ে স্মার্টফোন বা বিভিন্ন প্রযুক্তি পণ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে ধারণা করা হচ্ছে, লেনোভো এবার এ ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবে। তবে ল্যাপটপটি কনসেপ্ট ডিভাইস হওয়ায় বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।
গত কয়েক বছরে বড় বড় প্রযুক্তি প্রদর্শনীতে একের পর এক কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছে লেনোভো। এর মধ্যে মোড়ানো পর্দার (রোলেবল ডিসপ্লে) ল্যাপটপ ও স্মার্টফোনসহ টু-ওয়ে স্যাটেলাইট সংযোগ সুবিধাসম্পন্ন স্মার্টফোন উল্লেখযোগ্য। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...