রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


খবর

মন্ডপে দুষ্কৃতিকারীর হামলায় আহতদের দেখতে যান উপদেষ্টা নাহিদ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৬:৩০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ এলাকায় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পেট্রোলবোমাসদৃশ একটি বোতল ছোড়ে। যা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পেট্রলবোমা সদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটলেও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ কজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

এরপরই রাতে তাঁতি বাজার পূজা মণ্ডপে দুষ্কৃতিকারীদের হামলার আহত ব্যক্তিদের দেখতে মিডফোর্ড হাসপাতালে গিয়েছেন আইসিটি, টেলিকম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এসময় তিনি বলেছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

নাহিদ ইসলাম আরো বলেন, দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দিবো না। দুষ্কৃতিকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই যেন এই ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।

এর আগে তিনি তাঁতি বাজার পূজা মন্ডপ পরিদশন করেন। এসময় জানা যায়, কাঁচের বোতল নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

সংবাদটি পঠিত হয়েছে: ১৫০ বার

এ সম্পর্কিত আরও খবর