মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, দুপুর ১১:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

২০ জুন, ২০১৯ সাল থেকে বিডিএফ বাংলাদেশের অন্যতম বৃহত্তম চিকিৎসক সংগঠন হিসেবে কাজ করে আসছে। আমরা চিকিৎসকদের অধিকার এবং কর্মক্ষেত্রের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কার্ড আমাদের সদস্যদের কেনাকাটা এবং লেনদেনের অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশে প্রথমবারের মতো মেডিকেল পেশায়া কর্মরতদের জন্য কো-ব্র্যান্ডেড লংকাবাংলা মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু হয়েছে। মাস্টারকার্ড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি (এলবিএফ) ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) যৌথভাবে এই কার্ডটি প্রচলন করে। বনানীর সাফুরা টাওয়ারের লংকাবাংলা হেড অফিসে কার্ডটি উদ্বোধন করা হয়।

যৌথভাবে কার্ডটি উদ্বোধন করেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, স্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. শাহেদ রাফি পাভেল।

এসময় লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর হেড অব রিটেইল বিজনেস-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খুরশেদ আলম, হেড অব কার্ডস (সিসি) মো. তৌফিকুর রহমান, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মো. রাজিউদ্দিন, মাস্টারকার্ড ডিরেক্টর সোহেল আলিম, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডা: এ. এম. পারভেজ রহিম ও উপদেষ্টা ডা: হালিদা হানুম আখতার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ড. এম. এ. কায়েস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্ড নিয়ে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম আশাবাদ ব্যক্ত করে জানান, গ্রাহকরা এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডকে নগদ অর্থের একটি সুবিধাজনক ও নিরাপদ বিকল্প হিসেবে গ্রহণ করবেন। 

তিনি বলেন, “শুরু থেকেই লংকাবাংলা ফাইন্যান্স ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালুর উদ্যোগ নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম। এই উদ্যোগে সহায়তার জন্য আমি মাস্টারকার্ডকে ধন্যবাদ জানাই। ”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল আশা প্রকাশ করে বলেন, “দেশের চিকিৎসা পেশাজীবীদের আর্থিক চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে চালু করা এই নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধনে অংশ নিতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এই সহযোগিতামূলক উদ্যোগটি বিভিন্ন পর্যায়ের কার্ডহোল্ডারদের জন্য বিশ্বমানের পণ্য ও সেবা নিশ্চিত করতে মাস্টারকার্ডের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।”

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. শাহেদ রাফি পাভেল আশাবাদ ব্যক্ত করে বলেন, “২০ জুন, ২০১৯ সাল থেকে বিডিএফ বাংলাদেশের অন্যতম বৃহত্তম চিকিৎসক সংগঠন হিসেবে কাজ করে আসছে। আমরা চিকিৎসকদের অধিকার এবং কর্মক্ষেত্রের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কার্ড আমাদের সদস্যদের কেনাকাটা এবং লেনদেনের অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সংবাদটি পঠিত হয়েছে: ২০ বার

এ সম্পর্কিত আরও খবর