মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলছে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, বিকাল ৫:২১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার চ্যাম্পিয়ন টিনের জন্য ৫০,০০০ টাকা, প্রথম রানার-আপের জন্য ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপের জন্য ২০,০০০ টাকা থাকবে। এছাড়াও, চ্যাম্পিয়ন দলকে শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হবে।

ক্যারিয়ারভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আগামী ২২ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)  বসছে ‘মাস্টারমাইন্ড ২.০’  প্রতিযোগিতা।

এবার চ্যাম্পিয়ন টিম এবং দুই রানারআপ টিমের জন্য ১ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এই বিজনেস কেস প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘Where Strategy Meets Technology’।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাবরিনা আফরোজ মিতু জানিয়েছেন, ২২ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করবেন আয়মান সাদিক। আর ৪ ডিসেম্বর অনলাইনে অ্যাবসট্র্যাক ও ১০ ডিসেম্বর প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। এই লক্ষ্যেই গত ২৫ অক্টোবর থেকে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

তিনি আরো জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার চ্যাম্পিয়ন টিনের জন্য ৫০,০০০ টাকা, প্রথম রানার-আপের জন্য ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপের জন্য ২০,০০০ টাকা থাকবে। এছাড়াও, চ্যাম্পিয়ন দলকে শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হবে।

জানাগেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪১০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।  প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করবে। বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

অংশগ্রহণকারী ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি সাস্টের অর্জুনতলায় অথবা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। তবে প্রতিটি টিম ৩-৪ জন সদস্য নিয়ে গঠন করা যাবে, যেখানে অবশ্যই একজন নারী শিক্ষার্থী এবং একজন STEM ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী থাকার বাধ্যবাধকতা রয়েছে। প্রতিযোগিতা সম্পর্কে জানতে ফেসবুক পেজ ভিজিট করে আরো বিস্তারিত জানা যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩১ বার

এ সম্পর্কিত আরও খবর