বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

মার্কিন সরকারি ডিভাইসে ডিপসিক অ্যাপ নিষিদ্ধের প্রস্তাব

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৪৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই বিলটি তৈরি করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য ড্যারিন লাহুড ও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জশ গটহেইমার। এর আগে একইভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকির কারণে  টিকটক সরকারি ডিভাইস থেকে নিষিদ্ধ করা হয়েছিল, যা পরে যুক্তরাষ্ট্রে অ্যাপটি পুরোপুরিভাবে বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়।

মার্কিন আইনজীবীরা নতুন একটি বিল আনতে যাচ্ছেন, যা নিরাপত্তার ঝুঁকির কারণে সরকারি ডিভাইসে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ চ্যাটবট ডিপসিক-এর ব্যবহারে নিষেধাজ্ঞা দেবে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন, অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাঠাতে পারে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, এই বিলটি তৈরি করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য ড্যারিন লাহুড ও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জশ গটহেইমার। এর আগে একইভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকির কারণে  টিকটক সরকারি ডিভাইস থেকে নিষিদ্ধ করা হয়েছিল, যা পরে যুক্তরাষ্ট্রে অ্যাপটি পুরোপুরিভাবে বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়।

গটহেইমার বলেন, ‘আমাদের অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এটি একটি জরুরি পদক্ষেপ।’

ডিপসিক চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট অ্যাপ। এটি গত মাসে হঠাৎ করেই   ব্যবহারকারীদের জনপ্রিয়তা পেতে শুরু করে। এর চ্যাটবট বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ। ডিপসিক তাদের অ্যাপভিত্তিক সেবাটি বিনা মূল্যে সবাইকে দেওয়ার জন্য উন্মুক্ত করেছে, যা সাধারণ ব্যবহারকারী, ব্যবসা ও ডেভেলপারদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে, ফেরুট সিকিউরিটির সিইও ইভান সারিনির গবেষণায় দেখা গেছে, অ্যাপটিতে এমন গোপন কোড রয়েছে, যা ব্যবহারকারীদের তথ্য চীনের রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান চায়না মোবাইল-এ পাঠাতে পারে। চায়না মোবাইল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। সারিনির এই গবেষণা অ্যাসোসিয়েটেড প্রেসে প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিপসিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ প্রকাশ করে চ্যাটবটটি কর্মীদের সাময়িকভাবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ারশিল্প মন্ত্রণালয়। এর আগে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ও তাইওয়ান এই সপ্তাহে সরকারি ডিভাইসগুলোতে ডিপসিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে।

জানুয়ারিতে ডিপসিক-কে তাদের চ্যাটবট বন্ধ করতে বলে ইতালির ডেটা সুরক্ষা সংস্থা। কারণ হিসেবে সংস্থাটি জানায়, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপটি তাদের গোপনীয়তা নীতির বিষয়ে নিয়ন্ত্রকদের উদ্বেগের সমাধান করতে পারেনি। ইউরোপ, আমেরিকা এবং ভারতের কয়েকটি সরকারও ডিপসিক ব্যবহারের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়স্টার্স

 

সংবাদটি পঠিত হয়েছে: ১১১ বার

এ সম্পর্কিত আরও খবর