৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: আনস্প্ল্যাশ
হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে মাইক্রোসফটের টিমস, আমাজনের উইকার, সিগন্যাল এবং অ্যাপলের আইম্যাসেজ বা ফেসটাইমের মতো সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভসে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার পাঠানো এক বার্তায় সব হাউজ কর্মীর ব্যবহৃত ডিভাইস থেকে মেটা প্লাটফর্মসের মেসেজিং অ্যাপটি মুছে ফেলতে বলা হয়।
সাইবারনিরাপত্তা দপ্তর হোয়াটসঅ্যাপকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করে বলে উল্লেখ করা হয়েছে ওই বার্তায়। এই মনে করার পেছনে কয়েকটি কারণও দেখানো হয়। প্রথমত, হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে, সে বিষয়ে যথেষ্ট স্বচ্ছতার অভাব রয়েছে। দ্বিতীয়ত, ডিভাইসে সংরক্ষিত ডেটায় এনক্রিপশন ব্যবহার করে না হোয়াটসঅ্যাপ। তা ছাড়া, অ্যাপটি ব্যবহারে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির উল্লেখও করা হয়েছে বার্তায়।
বার্তাটি পাঠান হাউজ অব রিপ্রেজেনটেটিভসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। সেখানে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে মাইক্রোসফটের টিমস, আমাজনের উইকার, সিগন্যাল এবং অ্যাপলের আইম্যাসেজ বা ফেসটাইমের মতো সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
হাউজ অব রিপ্রেজেনটেটিভসের ওই সিদ্ধান্তে ‘তীব্র অসম্মতি’ প্রকাশ করেছে মেটা। অনুমোদিত অ্যাপগুলোর তুলনায় হোয়াটসঅ্যাপ বেশি নিরাপদ বলে উল্লেখ করেন মেটার এক মুখপাত্র।
গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপের এক কর্মী বলেছিলেন, স্পাইওয়্যার তৈরির ইসরায়েলি প্রতিষ্ঠান প্যারাগন সলিউশনস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিক এবং সরকারি কর্মকর্তার ফোনে আড়ি পাতছে।
আগেও নানা সময়ে নানা অ্যাপ নিষিদ্ধ করেছে হাউজ অব রিপ্রেজেনটেটিভস। ২০২২ সালে যেমন নিরাপত্তার প্রশ্নে টিকটক নিষিদ্ধ করা হয়।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...